স্বাস্থ্য বিমার ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ‘পোর্টিং’, অর্থাৎ বিমা বদল করার অধিকার। এই অধিকারটি দিয়েছে ভারতের বিমা নিয়ন্ত্রক সংস্থা ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)। এর মাধ্যমে বিমাধারকরা এক বিমা সংস্থা থেকে অন্য বিমা সংস্থায় পলিসি বদলাতে পারেন, তাতে আগের জমা সুবিধাগুলি (যেমন: ওয়েটিং পিরিয়ড, বোনাস ইত্যাদি) নষ্ট হয় না।
কেন পোর্ট করা জরুরি হতে পারে?
ধরা যাক, আপনার বর্তমান বিমা পলিসিতে রুম রেন্ট ক্যাপিং রয়েছে যার ফলে হাসপাতালে ভর্তি হওয়ার সময় অতিরিক্ত খরচ আপনাকে নিজের পকেট থেকে দিতে হয়েছে। এই রকম ক্ষেত্রে, পোর্ট করে এমন একটি প্ল্যান বেছে নেওয়া বুদ্ধিমানের, যেখানে এই রকম কোনও সীমাবদ্ধতা নেই। এতে ভবিষ্যতের হাসপাতালে ভর্তি খরচে অনেকটাই আর্থিক সুরক্ষা পাওয়া যাবে।
কখন এবং কীভাবে শুরু করবেন পোর্টিং প্রক্রিয়া? Health Insurance Porting
স্বাস্থ্য বিমা পোর্টিং কিন্তু স্বয়ংক্রিয় নয়। এটি নবীকরণের তারিখের অন্তত ৪৫ দিন আগে শুরু করতে হয়। ধরুন, আপনার পলিসির রিনিউয়াল জুলাই মাসে, তাহলে এখনই পোর্ট করার সেরা সময়।
প্রথমেই আপনাকে বিভিন্ন বিমা সংস্থার পরিকল্পনা (পলিসি) তুলনা করতে হবে। বিশেষ করে যেসব পলিসিতে রুম রেন্টে ক্যাপ নেই, প্রি-এক্সিস্টিং ডিজিজ (যেমন: ডায়াবেটিস) ব্যবস্থাপনায় ভালো কাভারেজ রয়েছে, সেইগুলিকে প্রাধান্য দিন।
প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য
যে বিমা সংস্থায় আপনি পোর্ট করতে চান, তাদের কাছে একটি পোর্টেবিলিটি অনুরোধ ফর্ম ও নতুন প্রপোজাল ফর্ম জমা দিতে হবে। সব রকম স্বাস্থ্য-সম্পর্কিত তথ্য, যেমন: পুরনো অসুখ, চলতি চিকিৎসা, আগের কোনও ক্লেম—সব সৎভাবে জানানো আবশ্যক। ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে ভবিষ্যতে বিমা ক্লেম বাতিল হতে পারে।
পরবর্তী ধাপ
নতুন বিমা সংস্থা আপনার আবেদন যাচাই করবে (আন্ডাররাইটিং প্রক্রিয়া)। তারা কিছু মেডিক্যাল টেস্ট চাইতে পারে। পর্যালোচনার পরে তারা আবেদন গ্রহণ, বাতিল বা কিছু শর্তসাপেক্ষে গ্রহণ করতে পারে। একবার যদি আবেদন মঞ্জুর হয়, তাহলে আপনার আগের পলিসির অপেক্ষাকালীন সময়সহ অন্যান্য ধারাবাহিক সুবিধা নতুন পলিসিতেও বহাল থাকবে।
স্বাস্থ্য বিমা পোর্টিং গ্রাহকদের নিজের চাহিদা অনুযায়ী আরও ভালো কভারেজ বেছে নেওয়ার অধিকার দেয়। যারা বর্তমান বিমা পলিসির সীমাবদ্ধতায় অসন্তুষ্ট, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। সঠিক সময়ে, সঠিকভাবে করা পোর্টিং আপনাকে বর্তমান সুবিধাগুলি বজায় রেখে আরও বিস্তৃত আর্থিক সুরক্ষা দিতে পারে।
Business: Health insurance porting in India, enabled by IRDAI, allows seamless policy transfer between insurers, retaining waiting periods and bonuses. Learn why porting to plans without room rent capping or better pre-existing disease coverage is crucial for enhanced financial security, especially before renewal.