HFCL share price
মুম্বই: সোমবার বাজার খুলতেই লাফিয়ে বাড়ল HFCL-এর শেয়ারের দাম৷ ৫২-সপ্তাহের নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে৷ (HFCL share price)
৫% বৃদ্ধি পেয়ে ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর, অর্থাৎ ১৭১ টাকায় পৌঁছে গিয়েছি এই স্টকের দাম৷ পরিসংখ্যান বলছে, HFCL-এর শেয়ার এক বছরে ১৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ চলতি বছরের শুরু থেকে ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই স্টকের দাম৷ বিএসই-তে HFCL-এর মার্কেট ক্যাপ বেড়ে দাঁড়িয়েছে ২৪,৩৪৫ কোটি টাকা৷ কোম্পানির মোট ১১.০২ লক্ষ শেয়ার হাতবদল হয়েছে৷ যার ফলে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৫৪ কোটি টাকা।
শেয়ারের দামে বিপুল বৃদ্ধির সঙ্গে সঙ্গে চড়া বিটা এখন ১.৯৷ শেয়ারের দামের ওঠা-মানাকে বোঝায় বিটা৷ টেকনিক্যাল দিক থেকে দেখা যাচ্ছে, HFCL শেয়ারের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (RSI) ৬৫.৬-এ রয়েছে৷ HFCL-এর শেয়ার ৫, ১০, ২০, ৩০, ৫০, ১০০, ১৫০, এবং ২০০ দিনের মুভিং এভারেজের উপরে অবস্থান করছে৷ ১৫৩ ও ১৪৯ টাকায় কেনা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশ৷
HFCL LTD
HFCL লিমিটেড প্রধানত টেলিযোগাযোগ সরঞ্জাম ও অপটিক্যাল ফাইবার কেবল উৎপাদন করে থাকে৷
মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ বিষয়। অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন৷ টিভিতে, কাগজে, হোডিংয়ে, ফেসবুক, ইউটিউবে শেয়ার বাজার শেখানোর নামে রীতিমতো টাকা লুটের কারবার চলছে৷ ফলে, সাবধান! শেয়ার বাজারে পা রাখার আগে সবচেয়ে জরুরি ঝুঁকি পর্যালোচনা করা৷
শেয়ার বাজার সংক্রান্ত খবর জানতে এখানে ক্লিক করুন
মনে রাখবেন, এই প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যেরই উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে৷ ‘আজ বিকেল’ কখনও কাউকে, কোথাও কোনও অর্থ বিনিয়োগের পরামর্শ দেয় না৷ শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর প্রকাশ করা হল৷ এখানে শেয়ার সম্পর্কে কোনও কল বা টিপ দেওয়া হয় না৷
বাজার ধরতে আসছে Jio Finance, তৈরি মাস্টার প্ল্যান | Business Strategy
বৃহস্পতিবার কেমন থাকতে পারে NIFTY ও BANK NIFTY-র অবস্থা?