দিল্লি: হোম লোন নিলে সুদ দিতে হয়। মাসে মাসে ইএমআই এর আকারে সুদ এবং আসল শোধ করতে হয় ব্যাঙ্ককে। এতে পকেটে খুব একটা চাপ পড়ে না। তবে সুদ নির্ভর করে ক্রেডিট স্কোরের উপর। ক্রেডিট স্কোর ভাল থাকলে কম সুদে হোম লোন পাওয়া যায়।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮.৩৫ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। তবে এর জন্য ক্রেডিট স্কোর ৭৫০ এর বেশি হতে হবে। এখন কেউ যদি ৮.৩৫ শতাংশ সুদের হারে ১৫ বছর মেয়াদে ৪৫ লাখ টাকার হোম লোন নেন, তাহলে প্রতি মাসে তাঁকে কত ইএমআই দিতে হচ্ছে? হোম লোন ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী, ৪৫ লাখ টাকার হোম লোনে ৮.৩৫ শতাংশ সুদের হারে প্রতি মাসে ৪৩,৯১৮.৫১ টাকার ইএমআই দিতে হবে। এর মধ্যে শুধু সুদ হিসাবে তাঁকে দিতে হবে ৩৪,০৫,৩৩০.৯৫ টাকা। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে ব্যাঙ্ককে শেষ পর্যন্ত মোট ৭৯,০৫,৩৩০.৯৫ টাকা ফেরত দিতে হবে। তবে সমস্যায় পড়লে মাসিক ইএমআই-এর পরিমাণ কমানো যায়। এর জন্য মেয়াদ বাড়াতে হবে। তাহলেই ইএমআই-এর পরিমাণ কমে যাবে। তবে মাথায় রাখতে হবে, মেয়াদ বৃদ্ধি পেলে সুদ হিসাবে আরও বেশি টাকা শোধ করতে হবে।