রাজস্থান বিধানসভা নির্বাচনে নবনির্বাচিত ১৯৯ জন বিধায়কের মধ্যে ১৫৮ জনই কোটিপতি। একটি সর্বভারতীয় সংস্থার দেওয়া পরিসংখ্যান থেকে জানা যায়, কংগ্রেসের নবনির্বাচিত ৯৯ জন বিধায়কের ৮২ জন কোটিপতি। বিজেপির ক্ষেত্রে সংখ্যাটা হল ৭৩ জনের মধ্যে ৫৮ জন। নবনির্বাচিত এই কোটিপতি বিধায়কদের কমবেশি সকলেরই সম্পত্তির পরিমাণ এককোটি টাকার বেশি।
