সন্তানের ভবিষ্যৎ লক্ষ্যপূরণে কতটা প্রস্তুত থাকবেন? জেনে নিন হিসেব-নিকেষ

সন্তানের ভবিষ্যৎ লক্ষ্যপূরণে কতটা প্রস্তুত থাকবেন? জেনে নিন হিসেব-নিকেষ

3 stocks recomended

নয়াদিল্লি: সন্তানকে সঠিক ভাবে মানুষ করার মধ্যেই বাবা-মায়ের সার্থকতা৷ কিন্তু আজকের দিনে একটি সন্তানকে সঠিকভাবে মানুষ করাটা কিন্তু সত্যিকারের বড় চ্যালেঞ্জ৷ এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন অর্থের৷ তাই নিজের প্রয়োজন অনুসারে নিজের হিসাব ছকে নিন৷ আপনার ভবিষ্যৎ লক্ষ্য পূরণের জন্য সবার আগে জানতে হবে বর্তমান পরিস্থিতিকে৷ অর্থাৎ ২০ বছর পর আপনার সন্তানকে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতে চান, সেই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিষয়ে পড়ার বর্তমান খরচ সম্পর্কে জানতে হবে৷ এর উপর ভিত্তি করেই কষতে হবে আগামীর অঙ্ক৷

আরও পড়ুন- গরমিল, বিতর্ক! অনলাইনে ভর্তির প্রক্রিয়া বন্ধ করল কলকাতা বিশ্ববিদ্যালয়

কতটা মুদ্রাস্ফীতি হবে? অঙ্ক কষার সময় ভবিষ্যৎ লক্ষ্যের মূল্য হিসাবে সাধারণ ৬, ৭ বা ৮ শতাংশ মূল্যস্ফীতি ধরা হয়৷ কিন্তু সব ধরনের ব্যয়ের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি এক নয়৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, চিকিৎসা ক্ষেত্রে মুদ্রস্ফীতির হার এবং খাদ্য ও শিক্ষার ক্ষেত্রে মুদ্রাস্ফীতি এক হবে না৷ পড়াশোনার জন্য কতটা খরচ হয় তা জানার জন্য খোঁজ খবর রাখতে হবে৷ বছরে বছরে কিন্তু এই খরচ বাড়বে৷ এর জন্য মুদ্রাস্ফীতির কথা মাথায় রাথতে হবে৷ সাধারণত শিক্ষা ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ১০ থেকে ২০ শতাংশের মধ্যে হয়ে থাকে৷ 

আরও পড়ুন- সময়ের আগেই CBSE -র দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা? জল্পনা তুঙ্গে

কী ভাবে সন্তানের জীবনের লক্ষ্যগুলির ভবিষ্যৎ মূল্য গণনা করবেন? 

এই হিসাব ভীষণই সোজা৷ এক্সেল শিটে এই হিসাব করা যেতে পারে৷ এক্সেলে স্বচ্ছন্দ্য বোধ না করেন, কাগজে-কলমেও এই হিসাব করা যেতে পারে৷ ধরা যাক, আপনার সন্তানের উচ্চশিক্ষার বর্তমান মূল্য ১০ লক্ষ টাকা৷ মুদ্রাস্ফীতির হার ১৫ শতাংশ৷ এবং এই লক্ষ্যে পৌঁছতে আপনার সন্তানের ২০ বছর সময় লাগবে৷ তাহলে ২০ বছর পর এই লক্ষ্যপূরণের জন্য আপনার খরচ হবে ১.৬৪ কোটি টাকা৷ ১০ শতাংশ মুদ্রাস্ফীতির হিসাবে৷ কাগজে-কলমে কী ভাবে হিসাব মেলাবেন দেখে নেওয়া যাক-   

FV= PV x (1+r%)^n
Using the above mentioned illustration,
FV= Future value of study,
PV= present value of study = ₹10,00,000
r= rate of return =15%
n= time period of investment = 20 years
Putting the values in the formula,
FV=10,00,000 x ((1+0.15)^20)
FV= ₹1.64 crore
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 7 =