কলকাতা: চা প্রেমীরা সাধারণত দিনে গড়ে ২ বার চা পান করে। বর্তমানে ভালো দোকানে চা খেতে হলে কমপক্ষে ২০ টাকা খরচ হয়েই যায়। এই ২০ টাকা বাঁচিয়েই কোটিপতি হতে পারেন কোনও ব্যক্তি।
এর একটা বিশেষ সূত্র রয়েছে। যদি দিনে দুটি করে চায়ের টাকা সঞ্চয় করা হয়, সেক্ষেত্রে প্রতিদিন হিসেবে মাসের শেষে জমা হবে ৬০০ টাকা। সঠিক জায়গায় এই পরিমাণে বিনিয়োগ করেই কোটিপতি হওয়া সম্ভব। এর জন্য এই পরিমাণ অর্থ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগে প্রচুর টাকা রিটার্ন দেয়। এই রিটার্ন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্তও হতে পারে। দুটি চা এর টাকা দিয়ে যদি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করা হয়, সেক্ষেত্রে একজন ২০ বছর বয়সী যুবক এক মাসে একটি মিউচুয়াল ফান্ডে ৬০০ টাকার এসআইপি করেন। যদি কোনও ব্যক্তি ৪০ বছরের জন্য বিনিয়োগ করেন, সেক্ষেত্রে মোট ২,৮৮,০০০ টাকা জমা করা হবে। এক্ষেত্রে যদি ১৫ শতাংশের রিটার্ন পাওয়া যায়, সেক্ষেত্রে ১,৮৮,৪২,২৫৩ টাকা জমা হবে। আবার যদি ২০ শতাংশের রিটার্ন পাওয়া যায় সেক্ষেত্রে জমা হবে প্রায় ১০,১৮,১৬,৭৭৭ টাকা। মনে রাখতে হবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে চক্রবৃদ্ধি হারে সুদে টাকা পাওয়া যায়।
এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।
মনে রাখবেন: এই প্রতিবেদন শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ৷ একজন বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ আজ বিকেল ডট কম কখনও, কাউকে, কোথাও অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনও কল বা টিপ দেওয়া হয় না।