কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকছে ২০০০ টাকার নোট, তারপর থেকে আর বৈধ বলা যাবে না এই নোটকে। কারণ নতুন করে আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ঘোষণার পর অনেকেরই মনে পড়ছে নোটবন্দির কথা। সেই সময়ও পুরনো নোট বদল করতে হয়েছিল ব্যাঙ্কে গিয়ে। এবারও তাই করতে হবে।
আরবিআই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। একই সঙ্গে জানান হয়েছে, যে কোনও ব্যাঙ্ক থেকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। কিন্তু ঠিক কোন পদ্ধতিতে বদলাবেন আপনার কাছে থাকা ২০০০ টাকার নোট? আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বিষয়টি খুবই সহজ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ব্যর্থ হল প্রমাণ লোপাটের চেষ্টা! জীবনকৃষ্ণ সাহার মোবাইল থেকে ‘ডিলিট’ করা তথ্য উদ্ধার করল সিবিআই” width=”853″>
নিয়ম অনুযায়ী ব্যাঙ্কে গিয়ে আপনাকে একটি রিক্যুইজিশন স্লিপ পূরণ করতে হবে। একই সঙ্গে নিজের সচিত্র পরিচয়পত্র (ফটো কপি) ব্যাঙ্কে বা পোস্ট অফিসে জমা করতে হবে। এক্ষেত্রে উল্লেখ করতে হবে যে, আপনি পুরনো নোট পাল্টানোর জন্য তা জমা করছেন আর সঙ্গে তারিখ উল্লেখ করতেও হবে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই়ডি কার্ড, পাসপোর্টের মতো সচিত্র পরিচয়পত্র জমা করা যাবে।
তবে পুরনো নোট পরিবর্তন করতে গেলে আপনাকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে যেতে হবে। সেক্ষেত্রে ব্যক্তিপিছু ৪ হাজার টাকা (নতুন নোট) পর্যন্ত পাবেন। পুরনো অর্থের পরিমাণ বেশি হলে তা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা করে দিতে হবে। টাকা পরিবর্তন করতে হলে যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র নিয়ে যেতে পারেন।
