EMI স্থগিত রাখলে দিতে হবে না অতিরিক্ত সুদ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

EMI স্থগিত রাখলে দিতে হবে না অতিরিক্ত সুদ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

imagesmissing

নয়াদিল্লি: করোনা ভাইরাসজনিত অতিমারীর পরিপ্রেক্ষিতে ঋণের কিস্তি শোধের ক্ষেত্রে ছয় মাসের মোরেটোরিয়াম ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেই সময় যাঁরা এই সুযোগ নিয়েছিলেন তাঁদের জন্য সুখবর৷ কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিত কিস্তি মেটানোর ক্ষেত্রে আর সুদ গুণতে হবে না ঋণগ্রহীতাদের। 

আরও পড়ুন- ক্রেডিট ও ডেবিট কার্ডের নতুন নিয়ম চালু করল RBI

করোনা সংক্রমণ রুখতে গত ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন জারি করেছিল কেন্দ্রীয় সরকার৷ এই অবস্থায় সাধারণ মানুষের সমস্যা কিছুটা কমাতে ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছিল৷ প্রথমে তিন মাসের জন্য মোরাটোরিয়াম ঘোষণা করা হয়৷ পরে আরও তিন মাস মোরাটোরিয়ামের মেয়াদ বাড়ায় কেন্দ্র৷ শনিবার কেন্দ্র জানায়, ঋণ গ্রহীতাদের ঋণের সুদের ওপরে সুদ দিতে হবে না৷ ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে৷ ফলে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, শিক্ষা ঋণ, গৃণ ঋণ, ক্রেতা সামগ্রী, গাড়ি ও ক্রেডিট কার্ডের বকেয়া ঋণ মেটানোর ক্ষেত্রে তা এই সুবিধা পাওয়া যাবে। কিস্তি মেটানোর জন্য সুদ গুণতে হবে না৷ 

আরও পড়ুুন- হাথরসকাণ্ডে CBI তদন্তের সুপারিশ যোগীর, ‘উত্তম’ প্রদেশে ‘সর্ষের মধ্যে ভূত’?

উল্লেখ্য, সুদ মকুব করার আবেদন জানিয়ে সুপ্রিম কর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ সেই মামলায় আজ হলফনামা দিয়ে ওই কথা জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রের হলফনামায় বলা হয়েছে, করোনা অতিমারীর সময়ে সুদ মকুবের বোঝা সরকারের ঘাড়ে নেওয়াই একমাত্র সমস্যা সমাধানের পথ৷ এ বিষয়ে সংসদের সম্মতি নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ 
প্রসঙ্গত, ঋণের কিস্তি মেটানোর ক্ষেত্রে যে ৬ মাস মোরাটোরিয়াম দিয়েছিল আরবিআই৷ গত ৩১ অগাস্ট সেই মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ এর আগে কেন্দ্র ও আরবিআই আদালতে জানিয়েছিল, এই মোরেটোরিয়ামের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *