মুখে শুধু স্লোগান দিলে পেট কিন্তু ভরবে না: অরুণ জেটলি

নয়াদিল্লি: স্লোগান দিলেই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় না। স্বচ্ছ নীতিই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে। বুধবার নীতি আয়োগের ‘স্ট্রেটেজি ফর নিউ ইন্ডিয়া@৭৫’ প্রকাশিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অরুণ জেটলি বলেন, ‘‘গণতন্ত্রে এমন বিতর্ক চলতেই থাকবে। কিছু মানুষ

3 stocks recomended

মুখে শুধু স্লোগান দিলে পেট কিন্তু ভরবে না: অরুণ জেটলি

নয়াদিল্লি: স্লোগান দিলেই দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় না। স্বচ্ছ নীতিই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে। বুধবার নীতি আয়োগের ‘স্ট্রেটেজি ফর নিউ ইন্ডিয়া@৭৫’ প্রকাশিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এদিন নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে তোপ দেগে অরুণ জেটলি বলেন, ‘‘গণতন্ত্রে এমন বিতর্ক চলতেই থাকবে। কিছু মানুষ রয়েছে যারা অতিউৎসাহী কিন্তু ধৈর্য কম। এই সকল মানুষই নিজেদের ব্যর্থতা ঢাকতে স্লোগান দিতে থাকে। কিন্তু স্বচ্ছ নীতিই দেশের অর্থনীতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারে এবং মানুষের জীবনধারণের মানও উন্নত করতে পারে। যে পন্থা নিয়ে আমরা এগিয়ে চলেছি তাতে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। সম্পদ ব্যবহার করে কয়েক কোটি মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া যাবে। জীবন ধারণের মান আরও উন্নতি করার জন্য কাজ করে চলেছে সরকার।’’

নীতি আয়োগের ‘স্ট্রেটেজি ফর নিউ ইন্ডিয়া@৭৫’ সম্পর্কে বলতে গিয়ে অরুণ জেটলি বলেন, ২০৩০ সালের মধ্যে ভারত পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে রুপান্তর হবে। জিডিপির বৃদ্ধি ৮ শতাংশ লক্ষ্য মাত্রা নিয়ে যাওয়া হবে। বিগত কয়েক দশক ধরে দেশ প্রাকৃতিক সম্পদগুলিকে ব্যবহার করেছে। তার ফলে দেশ অগ্রগতির পথে এগিয়ে চলেছে। প্রসঙ্গত, মঙ্গলবার রাহুল গান্ধী বলেছিলেন, ‘যতদিন না পর্যন্ত কৃষকদের ঋণ মকুব কেন্দ্রীয় সরকার না করে ততদিন পর্যন্ত সমস্ত বিরোধীরা প্রধানমন্ত্রীকে ঘুমতে দেবে না।’ পাশাপাশি রাফাল সহ একাধিক ইস্যুতে সংসদ কার্যত অচল করে রেখেছে কংগ্রেস সাংসদেরা। সেইদিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন অরুণ জেটলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =