নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা৷ বাড়ছে মৃত্যু৷ পরিস্থিতি এমন, দিনে অন্তত গড়ে ৮ জনের মৃত্যু হচ্ছে ভারতে৷ করোনার জেরে যেমন প্রভাব পড়েছে দেশের জনজীবনে, ঠিক তেমনই জেরে ধাক্কা খেতে চলেছে ভারতের আর্থিক উন্নয়ন৷ করোনার জেরে তৈরি হওয়া ভারতের পরিস্থিতি পর্যালোচনা করে চরম আশঙ্কার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক৷
বিশ্ব ব্যাংকের দাবি, চলতি অর্থবর্ষে মাত্র ১.৮শতাংশ থেকে ২.৮ শতাংশ হারে উন্নয়ন হতে পারে ভারতে৷ যা গত ৪০ বছরে নিম্নতম৷ তবে, শুধু ভারত নয়৷ করোনা মহামারীর জেরে প্রভাব পড়তে চলেছে দক্ষিণ এশিয়ার ৮টি দেশে৷ সেখানেও আর্থিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক৷
এর আগে চলতি অর্থবর্ষে ভারতে বৃদ্ধির ৪.৫ শতাংশ থেকে ৫ শতাংশের হতে পারে আশ্বাস দিয়েছিল বিশ্ব ব্যাংক৷ এখনই সেই সংস্থা বলছে করোনার জেরে ১.৫ শতাংশ থেকে ২.৮ শতাংশ হতে পারে ভারতের বৃদ্ধির হার৷ যদিও, করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷ দেশের বৃদ্ধির হার দেড় থেকে ২ শতাংশ নেমে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷ বিশ্বজুড়ে করোনায় যুঝতে থাকা দেশগুলিতেও একই ভাবে বৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক৷
করোনা রুখতে ভারতে লকডাউনের মেয়াদ বাড়লে কাজ হাতারে পারেন লাখ নাগরিক৷ আশঙ্কা বিশ্ব ব্যাংকের৷ বিরাট লোকসান পড়তে পারেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরাও৷ কাজ নাও পেতে পারেন ভিনরাজ্য থেকে ঘরে ফেরা শ্রমিকরাও৷ ফলে, এক দিকে যেমন চোখ রাঙাচ্ছে করোনা, করোনার তাণ্ডব শেষ হলেও আরও বাড় আর্থিক মহামারী অপেক্ষা করছে, মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷