ইনটেলের শেয়ারে বিরাট ধস! ১ দিনে ১০০ কোটির লস

কলকাতা: ২ অগাস্ট বিরাট ধস নামতে দেখা যায় বিশ্বের শীর্ষস্থানীয় চিপ-নির্মাতা ইনটেলের শেয়ার ৷ ২৮ শতাংশ পতনের সম্মুখীন হয় এই সংস্থার শেয়ার৷ কিন্তু কেন হঠাত…

কলকাতা: ২ অগাস্ট বিরাট ধস নামতে দেখা যায় বিশ্বের শীর্ষস্থানীয় চিপ-নির্মাতা ইনটেলের শেয়ার ৷ ২৮ শতাংশ পতনের সম্মুখীন হয় এই সংস্থার শেয়ার৷ কিন্তু কেন হঠাত এমন বিপর্যয় নেমে এল? শোনা যাচ্ছে ৯০ বিলিয়ন ডলার পর্যন্ত কমতে পারে এই সংস্থার বাজার মূলধন৷ নেপথ্যে কি কর্মী ছাটাইয়ের খবর? গত বৃহস্পতিবার ইনটেল সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। এই সংস্থা জানিয়েছিল যে এবারে সংস্থার মোট কর্মীসংখ্যার ১৫ শতাংশ কমানো হবে। এর ফলে কাজ হারাবেন ১৭ হাজার ৫০০ কর্মী। ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বিপুল ক্ষতি হয়েছে ইনটেলের।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এনভিডিয়ার সঙ্গে পেরে উঠছে না ইনটেল। মনে করা হচ্ছে বিশ্ববাজারে সমস্ত চিপ নির্মাতা সংস্থাদের দৌড়ে ইনটেল পিছিয়ে পড়েছে। যদিও ম্যানুফ্যাকচারিংয়ে আরও ১০০ বিলিয়ন ডলার খরচ করতে চায় ইনটেল। বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছে এই সংস্থা যে তারা সঠিক পথেই এগোচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে বহু বছর সময় লেগে যাবে এই নতুন প্রকল্প চালু করতে। এদিকে জানা গিয়েছে, ইনটেল সংস্থার৫০ বছরের ইতিহাসে এত বিপুল পতন এই প্রথমবার হয়েছে৷ ইনটেল ছাড়াও মার্কিন বাজারে অন্যান্য চিপ নির্মাতা সংস্থা যেমন মাইক্রন টেকনোলজি, গ্লোবাল ফাউন্ড্রিজ, টিএসএমসি ইত্যাদি সংস্থার শেয়ারেও ২.৮ শতাংশ এবং ৬.৭ শতাংশ পতন এসেছে।