দিনে মাত্র ৩০ টাকা জমাতে পারলেই লাখপতি! LIC-র এই ধামাকাদার প্ল্যান সম্পর্কে জানেন?

কলকাতা:  এলআইসির একাধিক স্কিমের মধ্যে অন্যতম জনপ্রিয় হল আধার স্তম্ভ প্ল্যান৷ এতে সুরক্ষা তো বটেই রয়েছে সঞ্চয়েরই সুবর্ণ সুযোগ। তবে এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্যেই…

lic22

কলকাতা:  এলআইসির একাধিক স্কিমের মধ্যে অন্যতম জনপ্রিয় হল আধার স্তম্ভ প্ল্যান৷ এতে সুরক্ষা তো বটেই রয়েছে সঞ্চয়েরই সুবর্ণ সুযোগ। তবে এই স্কিম শুধুমাত্র পুরুষদের জন্যেই বরাদ্দ৷

 

আধার স্তম্ভ পলিসি-তে বিনিয়োগ করার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক। উল্লেখ্য বিষয় হল, এই পলিসি জারির তারিখ থেকেই রিস্ক কভারেজ পাওয়া যায়। মেয়াদ শেষে হাতে আসবে পুরো টাকা। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনি পুরো টাকাটা পাবেন৷

পলিসি হোল্ডাররা দৈনিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক যে কোনও ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন। এতে গ্যারান্টিযুক্ত রিটার্নের পরিমাণ ৩ লক্ষ টাকা। মোট বিনিয়োগের ৪.৫ শতাংশের বার্ষিক রিটার্ন ধরে ৯৭,৫০০ টাকার লয়্যালটি যুক্ত হবে। সব মিলিয়ে পাবেন ৩,৯৭,৫০০ টাকা। ৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা এলআইসির আধার স্তম্ভ কিনতে পারেন৷ যেখানে আপনি দৈনিক মাত্র ৩০ টাকা বিনিয়োগ করার সুযোগ পাবেন। মেয়াদপূর্তিতে মিলবে প্রায় ৪ লক্ষ টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে ডেথ বেনিফিট এবং অন্যান্য সুবিধাও রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *