নয়াদিল্লি: আপনি কি জিও অথবা এয়ারটেলের গ্রাহক? তাহলে আপনার খরচ বাড়ল এবার। রিলায়েন্স জিওর পর বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করল সুনীল মিত্তলের এয়ারটেল৷ আগামী মাস থেকেই বেড়ে যাবে মোবাইল রিচার্জের দাম। ৩ জুলাই থেকে কার্যকর হবে নতুন দাম।
মোবাইল রিচার্জের উপর ১২ থেকে ২৫ শতাংশ দাম বাড়িয়েছে জিও। অন্যদিকে, ১১ থেকে ২১ শতাংশ দাম বাড়াচ্ছে এয়ারটেল। যদিও এখনও পর্যন্ত ভোডাফোন-আইডিয়ার তরফে দাম বাড়ানোর কথা ঘোষণা করা হয়নি৷ তবে তারাও শীঘ্রই বর্ধিত দাম ঘোষণা করবে বলে জানানো হয়েছে৷
কোন প্ল্যানের কত দাম বাড়ল ?
জিও-র ক্ষেত্রে এতদিন বেসিক ট্যারিফ ছিল ১৫৫ টাকা। সেটা বেড়ে হচ্ছে ১৮৯ টাকা। অন্যদিকে, ৩ মাসের জন্য ২জিবি/ডে-র পপুলার প্ল্যানের দাম ছিল ৭১৯। আগামী ৩ জুলাই থেকে তা বেড়ে হচ্ছে ৮৫৯ টাকা! সারা বছরের জন্য ২.৫জিবি/ডে প্ল্যানের দামও বাড়ছে লাফিয়ে৷ ২৯৯৯ থেকে হচ্ছে ৩৫৯৯ টাকা। পাশাপাশি ‘ডেটা অ্যাড অন’ প্ল্যানের ক্ষেত্রে যে খরচ ১৫ টাকা থেকে ৬১ টাকা পর্যন্ত ছিল, এখন সেটাই বেড়ে ১৯ থেকে ৬৯ টাকা করা হয়েছে। শুধু প্রি-পেইডই নয়, আগামী মাস থেকে বাড়ছে পোস্ট পেইড-এর খরচ৷
অন্যদিকে, এয়ারটেলের বেসিক ট্যারিফ শুরু হত ১৭৯ টাকা থেকে৷ সেটা বেড়ে হচ্ছে ১৯৯ টাকা৷ ৮৪ দিনের ২জিবি/ডে প্ল্যানের দাম ৮৩৯ থেকে বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। ‘ডেটা অ্যাড অন’ এবং পোস্ট-পেইড প্ল্যানের দামও বাড়ছে জিওর মতোই।
৪০ জিবি ডেটা উইথ রোল ওভার প্ল্যানের দামও বাড়াচ্ছে এয়ারটেল। বলে রাখি, এই প্ল্যানের সঙ্গেই রয়েছে এয়ারটেল এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন। যার দাম ৩৯৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।