বাজার ধরতে আসছে Jio Finance, তৈরি মাস্টার প্ল্যান | Business Strategy

Jio Finance Market strategy মুম্বই:  এবার শেয়ার মার্কেট ধরতে মাস্টার প্ল্যান ছকল মুকেশ অম্বানির জিও ফিনান্সিয়াল (Jio Finance market strategy)৷ মূলত গৃহঋণ, উপভোক্তা ঋণ, ব্যক্তিগত…

Jio Finance Market strategy Jio Financials market strategy Jio Financials low-interest loans Jio Financials Jio Finance

Jio Finance Market strategy

মুম্বই:  এবার শেয়ার মার্কেট ধরতে মাস্টার প্ল্যান ছকল মুকেশ অম্বানির জিও ফিনান্সিয়াল (Jio Finance market strategy)৷ মূলত গৃহঋণ, উপভোক্তা ঋণ, ব্যক্তিগত ঋণ, বাণিজ্যিক ঋণ এবং গাড়ি কেনার ঋণ দিয়ে থাকে আম্বানির এই সংস্থা। বর্তমানে  ননব্যাঙ্কিং আর্থিক সেক্টরে আধিপত্য রয়েছে বাজাজ ফাইনান্সের৷ এবার বাজাজকে টেক্কা দিয়ে বাজার দখল করতে তৈরি মুকেশ অম্বানির জিও ফিনান্সিয়াল। ( Jio Finance)

জিও ফিনান্সিয়াল-এর নয়া কৌশল

কিন্তু কী ভাবে বাজাজকে পিছনে ফেলে বাজার দখল করবে জিও ফিনান্সিয়াল? এর জন্য জিও ফিনান্স বেছে নিয়েছে কম সুদে ঋণ প্রদানের কৌশল। কিন্তু, কীভাবে সেটা সম্ভব? শুধুমাত্র মুকেশ ভারত তথা গোটা বিশ্বের অন্যতম ধনকুবের বলে? না তেমনটা কিন্তু নয়।

জিও ফিনান্সিয়াল

আসলে জিও ফিনান্সিয়াল নগদ ১.৩৪ লক্ষ কোটি টাকা তুলেছে। অদূর ভবিষ্যতে সেই টাকার পরিমাণ আরও বাড়িয়ে ২ লক্ষ কোটি টাকা করার লক্ষ্য রয়েছে তাদের। যা কিনা সম্পূর্ণ সুদ-মুক্ত। তাই , জিও ফিনান্সিয়ালের মূলধনের জন্য কোনও খরচ হবে না৷ Jio Finance market strategy

আরও পড়ুন- 

সুইৎজারল্যান্ডের ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত ২৬০০ কোটি!

পুজোর আগে ফের বাড়ল সোনার দাম

 

Business- Jio Finance market strategy. Jio Financials. Discover how Mukesh Ambani’s Jio Financials plans to dominate the market by offering low-interest loans. With a strategy to raise ₹2 lakh crore in interest-free capital, Jio Financials aims to outpace Bajaj Finance in the non-banking financial sector.