কলকাতা মেট্রোয় টোকেন চুরির হিড়িক, ক্ষতির বহর জানলে চমকে উঠবেন

কলকাতা: চুরির জ্বালায় অতিষ্ঠ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ প্রতি মাসেই কয়েক লক্ষ টাকার ক্ষতি হচ্ছে৷ কারণ হয়ে চুরি যাচ্ছে মেট্রোর টোকেন৷ নজরদারি বাড়ালেও, ধাক্কা সামলাতে যাত্রী সচেতনতার উপরই ভরসা করতে হচ্ছে কলকাতার লাইফলাইনকে৷ তিলোত্তমার গতি বাড়াতে জোর কদমে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ৷ নতুন মেট্রো লাইন চালু হলে বদলে যাবে শহরের গতি৷ বাড়বে মেট্রোর আয়ও৷ কিন্তু, লাভের

imagesmissing

কলকাতা মেট্রোয় টোকেন চুরির হিড়িক, ক্ষতির বহর জানলে চমকে উঠবেন

কলকাতা: চুরির জ্বালায় অতিষ্ঠ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ প্রতি মাসেই কয়েক লক্ষ টাকার ক্ষতি হচ্ছে৷ কারণ হয়ে চুরি যাচ্ছে মেট্রোর টোকেন৷ নজরদারি বাড়ালেও, ধাক্কা সামলাতে যাত্রী সচেতনতার উপরই ভরসা করতে হচ্ছে কলকাতার লাইফলাইনকে৷ তিলোত্তমার গতি বাড়াতে জোর কদমে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ৷ নতুন মেট্রো লাইন চালু হলে বদলে যাবে শহরের গতি৷ বাড়বে মেট্রোর আয়ও৷ কিন্তু, লাভের গুড়ে চুরির থাবায় বেসামাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ প্রতিমাসেই চুরি হয়ে যাচ্ছে কয়েক লক্ষ টাকার টোকেন৷ পরিসংখ্যান অনুযায়ী দিনে একটি ট্রেনে গড়ে ৩টি টোকেন চুরি হচ্ছে৷ প্রতিদিন গড়ে ৩০০টি মেট্রো ট্রেন চলাচল৷ খোয়া যাচ্ছে প্রায় ৯০০টি টোকেন৷ ১টি টোকেনের দাম ২০ টাকা৷ মাসের প্রায় ২২ হাজার টোকেন চুরি হচ্ছে৷ মাসে কলকাতা মেট্রোর ক্ষতি ৪-৫ লক্ষ টাকা৷ কিন্তু কোন পথে চুরি হয়ে যাচ্ছে এই টোকেন৷ নজরদারিতে উঠে এসেছে৷ ক্ষতি কমাতে আরও নজরদারির সিদ্ধান্ত নিয়েছে মেট্রো৷ এবছর দুর্গা পুজোর মাসে প্রায় ৩০ হাজার টোকেন খোয়া গিয়েছে৷ উৎসবের দিনগুলিতে যতবেশি লোক যাতায়াত করে, তাতে গেটের রিমোট সেনসিং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ দুর্গাপুজোয় যেমন ক্ষতির বহর বেড়েছে, বড়দিন ও নতুন বছরে সেই অঙ্ক আরও বাড়তে পারে৷ আশঙ্কায় মেট্রো কর্তৃপক্ষের৷ তাই চুরি ঠেকাতে সচেতন জনতাই ভরসা মেট্রোর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *