কলকাতা: দীপাবলির পর ধীরে ধীরে মাথা তোলার চেষ্টা করছে শেয়ার বাজার৷ সামনে নির্বাচন থাকলেও বাজার নিয়ে ইতিবাচক চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বিনিয়োগকারীদের একাংশ৷ এমন পরিস্থিতিতে শেয়ার মার্কেটে দীর্ঘমেয়াদে স্টকের উপর নতুন করে নজর দিতে শুরু করেছেন বিনিয়োগকারীদের একাংশ৷ কিন্তু ভাবছেন, দীর্ঘমেয়াদে কোন স্টকে বিনিয়োগ করবেন? আসুন তাহলে দেখে নেওয়া যাক, এই মুহূর্তে কোন কোন স্টকের দিকে নজর থাকছে বাজারের!
কানারা ব্যাঙ্ক: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারে নজর রাখতে শুরু করেছেন বিশেষজ্ঞরা৷ এই ব্যাঙ্কের এনপিএ বেশ কিছুটা হ্রাস পেয়েছে৷ একই সঙ্গে সুদ থেকে আয়ও বেড়েছে৷ ফলে, ২০০ ইএমএ দেখে পজিশন খুঁজতে পারেন বিনিয়োগকারীরা৷
টাটা টেকনোলজিস আইপিও: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে টাটা টেকনোলজিসের আইপিও-র সাবস্ক্রিপশন কেনার প্রক্রিয়া৷ জানা গিয়েছে, টাটা টেকনোলজিস প্রায় সাড়ে ৬ কোটি শেয়ার অফলোড করবে৷ মূলত, গাড়ি শিল্পে প্রযুক্তি সংক্রান্ত পরিষেবা দেবে এই সংস্থা৷ ইতিমধ্যেই বেশ লাভও হয়েছে সংস্থার৷ গত বছর পর্যন্ত সংস্থার আয় বেড়েছে প্রায় ১৫ শতাংশ৷ ২০২০-২১ থেকে ২০২২-২৩ পর্যন্ত সংস্থার আয় বেড়েছে ৩০ শতাংশ৷ এর ফলে EBITDA হয়েছে ৪৬ শতাংশ। ফলে, আগামী দিনে টাটা টেকনোলজিসের দিকে নজর থাকবে অনেকের৷
মারুতি সুজুকি: গাড়ি শিল্পে অন্যতম নাম মারুতি৷ ২০৩০ সালের মধ্যে দেশের যাত্রীবাহী গাড়ির শিল্পে মারুতি আরও ৬ শতাংশ বাজার দখল করবে বলে অনমুনা করা করা হচ্ছে৷ রফতানির ক্ষেত্রেও বৃদ্ধির পূর্বাভাস প্রায় ১৫ শতাংশের কাছাকাছি৷ ফলে, আগামী ৭ বছর মারুতির পরিকল্পনার দিকেও নজর থাকবে বাজারের৷
টাইটান: ২০২৭ সাল পর্যন্ত টাইটান তার আয় আরও ২০ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্র রেখেছে৷ বিশেষজ্ঞদের অনুমান, টাইটানের লাভের পরিমাণ দুই অঙ্কের কাছাকাছি বৃদ্ধির হতে পারে৷ আর সবকিছু ঠিকঠাক থাকলে টাইটান বাকি প্রতিযোগীদের ছাপিয়ে যেতে পারবে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের৷
আইসিআইসিআই ব্যাঙ্ক: এই মুহূর্তে আইসিআইসিআই ব্যাঙ্ক বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে দুর্দান্ত পারফর্ম্যান্স করছে৷ ২০২৬ সালের মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্কের আয় বৃদ্ধির পরিমাণ বেড়ে দাঁড়াতে পারে ১৫ শতাংশের কাছাকাছি৷
ভারত ফোর্জ: প্রতিরক্ষা বিভাগ আগামী কয়েক বছরে ম্যাজিক দেখাতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের৷ ইতিমধ্যেই ভারত ফোর্জ ৩ হাজার কোটি টাকার অর্ডার ছিনিয়ে এনেছে৷
এইচএফসিএল: টেলিকম শিল্পে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যে এইচএফসিএল একাধিক নতুন পণ্য বাজারে এনেছে৷ ফলে বাজারে প্রচুর সুযোগ তৈরি হয়েছে বলে দাবি এইচএফসিএল কর্তৃপক্ষের৷
তবে অবশ্যই মনে রাখতে হবে, বাজারে বিনিয়োগের আগে বাজার সম্পর্ক ধারণা থাকা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং দক্ষতা বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷ https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls