মুম্বাই: আবার প্রাণ ফিরে পাচ্ছে অম্বানী পরিবারের ছোট ভাইয়ের সংস্থাগুলো।
জানা গেছে, অনিল অম্বানীর সংস্থাগুলির উপরে ঋণের বোঝা কমছে। কমছে লোকসানের অঙ্কও। এক সময়ে দেউলিয়া হয়ে যাওয়া রিলায়েন্স ক্যাপিটাল আবার প্রাণ ফিরে পাচ্ছে। আর সুদিন ফিরতেই বড় পদক্ষেপ করেছেন অনিল অম্বানী। তিনি নিজের ছেলে, জয় আনমোলের নামে একটি নতুন সংস্থা শুরু করেছেন।জয় প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংস্থাটি রিলায়েন্স ইনফ্রাস্টাকচারেরই সাবসিডিয়ারি কোম্পানি। জানা গিয়েছে, এই নতুন সংস্থা রিয়েল এস্টেটের ব্যবসাই করবে। সম্পত্তি ক্রয়-বিক্রি, লিজের সঙ্গে যুক্ত থাকবে এই সংস্থা।
পাশাপাশি আরও একটি সুখবর পেয়েছেন অনিল অম্বানী। এপ্রিল-জুন ত্রৈমাসিকে রিলায়েন্স ইনফ্রার লোকসান কমেছে। আর, জুন মাসের শেষে অনিল অম্বানীর সংস্থার আয় বেড়ে দাড়িয়েছে ৭২৫৬.২১ কোটি টাকা।