গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সস্তায় ৪জি স্মার্টফোন JioPhone Next আনছেন আম্বানি

গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সস্তায় ৪জি স্মার্টফোন JioPhone Next আনছেন আম্বানি

3 stocks recomended

নয়াদিল্লি:  ফের নতুন চমক জিও’র৷ সেপ্টেম্বরেই ভারতের বাজারে আসতে চলেছে রিলায়্যান্স জিও-র নতুন স্মার্টফোন ‘জিওফোন নেক্সট’৷ গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে নয়া প্রকল্পের ঘোষণা করেন রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি৷ এই স্মার্টফোন স্বাভাবিক ভাবেই বাজার চলতি অন্যান্য স্মার্ট ফোনের চেয়ে অনেক সস্তা৷ 

আরও পড়ুন- করোনা আবহে মুদ্রাস্ফীতির নয়া রেকর্ড, চিন্তায় মধ্যবিত্ত

জানা গিয়েছে এই স্মার্ট ফোনে থাকবে গুগল-এর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অপটিমাইজড ভার্সান৷ পাশাপাশি জিও-র বিভিন্ন অ্যাপ তো থাকছেই৷ এদিন আম্বানি বলেন, ‘‘সবচেয়ে সস্তায় ৪জি পরিষেবা আনার উদ্যোগ নিয়েছে জিও৷  এখনও আর্থিক সমস্যার জন্য ভারতের ৩০ কোটি গ্রাহক ৪জি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না৷ তাঁদের ২জি স্মার্টফোন ব্যবহার করতে হয়৷ তবে এই নয়া স্মার্টফোন ভারতকে ‘২জি মুক্ত’ করবে৷’’ তিনি বলেন, এই লক্ষ্য পূরণে জিওর পাশে থাকবে গুগল৷ গত বছরই গুগল সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছিল৷ সেই পথেই আমরা এগোচ্ছি৷ পাশাপাশি জিও ৫জি পরিষেবা দিতেও উদ্যোগী হয়েছে বলেও জানান আম্বানি৷ ৫জি পরিষেবার জন্য গুগল ক্লাউডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জিও৷  

আরও পড়ুন- লাগবে না গ্যারান্টার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে মিলবে ১০ লক্ষ টাকা, অনুমোদন মন্ত্রিসভায়

 
প্রসঙ্গত, আজ ছিল রিলায়েন্সের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)৷ এদিন আম্বানি বলেন, প্যান্ডেমিক সত্বেও রিলায়েন্স গোষ্ঠীর কর্মীদের পারফরমেন্স প্রত্যাশা চেয়েও অনেক বেশি ভালো হয়েছে৷ গত বার্ষিক সাধারণ সভা (এজিএম) থেকে আমাদের ব্যবসা এবং অর্থনৈতিক সাফল্য প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে৷ করোনা পরিস্থিতিতে এদিন সংস্থার শীর্ষ পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রিলায়েন্স কর্ণধার৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eighteen =