অপশন ট্রেডারদের জন্য সুখবর! কমল Nifty-র লট সাইজ! কত হল জানেন?

অপশন ট্রেডারদের জন্য সুখবর! কমল Nifty-র লট সাইজ! কত হল জানেন?

3 stocks recomended

nifty

মুম্বই: স্টক মার্কেট বিনিয়োগকারীদের জন্য এটা নিঃসন্দেহে বড় খবর৷ নতুন আর্থিক বছরের শুরুতেই অপশন ট্রেডারদের বেশ খানিকটা স্বস্তি দিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড৷ এখন থেকে অপশন ট্রেডের জন্য গুনতে হবে না গুচ্ছ গুচ্ছ টাকা৷ এক ধাক্কায় অনেকটা কমল অপশন ট্রেডে লট সাইজের পরিমাণ৷ লট সাইজ কমে যাওয়া মানে লাভ না ক্ষতি ট্রেডারদের?

ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মঙ্গলবার তাদের তিনটি সূচকের ডেরিভেটিভ চুক্তির বাজারে লট সাইজ কমার কথা ঘোষণা করেছে৷ এগুলি হল Nifty 50, Nifty Financial Services, এবং Nifty Midcap Select৷ এনএসই সার্কুলার জারি করে বলেছে, নিফটি 50 ডেরিভেটিভ কন্ট্রাক্টের জন্য মার্কেট লট ৫০ থেকে ২৫ কমিয়ে দেওয়া হয়েছে৷এই নিয়ম কার্যকর হবে ২৬ এপ্রিল ২০২৪ থেকে৷

বিজ্ঞপ্তি Nifty Bank Nifty Lot Size Change NSE Circular

কিন্তু প্রশ্ন হল অপশন ট্রেডে লট সাইজ কমে যাওয়ার মানেটা আসলে কী?

বিশেষজ্ঞরা বলছেন, লট সাইজ ফিউচার এবং অপশন ট্রেডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ SEBI হল শীর্ষ সংস্থা যা স্টক এক্সচেঞ্জকে নিয়ন্ত্রণ করে৷ সেই সেবির সুপারিশ অনুযায়ী এখন থেকে অপশন ট্রেডে লট সাইজের সংখ্যা বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে৷  

এক্ষেত্রে Nifty 50-র লট সাইজ ৫০ থেকে কমিয়ে করা হয়েছে মাত্র ২৫-এ। Nifty Financial Services-এর লট ৪০ থেকে ২৫-এ করা হয়েছে৷ Nifty Midcap Select লট ৭৫ থেকে কমিয়ে ৫০ করা হয়েছে৷
নিফটি ব্যাঙ্কে ডেরিভেটিভের চুক্তির মার্কেট লট ১৫-এ অপরিবর্তিত রয়েছে।

এবার ধরে নিন আপনি ৫০ বিঘা জমি কিনবেন। যে জমি বিক্রি করবে সে আপনাকে বলছে ৫০ বিঘা জমিই কিনতে হবে আপনাকে। তাই স্বাভাবিকভাবেই তার জন্য বেশি টাকা লাগবে। কিন্তু এবার ৫০ থেকে সেই সংখ্যা ২৫-এ নেমে আসা মানে আপনার কাছে এবার সুযোগ ২৫ বিঘা জমি কেনার। অর্থাৎ ৫০ বিঘা জমি কিনতে যে পরিমাণ অর্থ আপনাকে বিনিয়োগ করতে হত, সেটা এখন প্রায় অর্ধেকে এসে ঠেকবে৷ আরও সহজ হিসাব, একটি ট্রেড নিতে আপনাকে এতদিন যে পরিমাণ অর্থ বাজারে বিনিয়োগ করতে হত, সেটা আর প্রয়োজন হবে না৷ ফলে, ঝুঁকির পরিমাণও কমবে কিছুটা৷ তবে হ্যাঁ, ঝুঁকি যেমন খানিকটা কমবে, তেমনই আবার মুনাফা হওয়ার পরিমাণও খানিকটা কমবে৷ এমনিতেই অপশন ট্রেডে ঝুঁকি সবচেয়ে বেশি৷ আর সেখানে যদি বিনিয়োগের পরিমাণ কমে, তাহলে ঝুঁকিও কমতে বাধ্য৷

শেয়ার মার্কেট সম্পর্কে আরও তথ্য জানতে নজর রাখুন আজ বিকেলের পাতায়৷ আর হ্যাঁ, আপনি যদি একেবারে ফ্রিতে শেয়ার বাজার হাতে কলেমে শিখে, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান? কমাতে চান আপনার ব্রোকারেজ?তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ। বিস্তারিত জানতে ফোন করুন ৯০৯৩-২১১-২১১ নম্বরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + six =