Options Trading: কল না পুল? কোন পথে বাজার? দেখুন

Options Trading: কল না পুল? কোন পথে বাজার? দেখুন

3 stocks recomended

কলকাতা: পুজো শেষ৷ দীপাবলি শেষ৷ মুহুরত ট্রেডিংও শেষ। উৎসব শেষ হতে না হতেই নিফটির সাপ্তাহিক অপশনও শেষের মুখে৷ এই পরিস্থিতিতে কেমন থাকতে পারে বাজার?

দীপাবলি উপলক্ষে বেশ চাঙ্গা ছিল বাজার৷  মুহুরত ট্রেডিংয়েও বেড়েছিল যথেষ্ট৷ মুহুরত ট্রেডিংয়ে NIFTY ৯০ পয়েন্ট গ্যাপআপ ওপেন হয়েছিল৷ BANK NIFTY-ও প্রায় ১৪০ পয়েন্ট গ্যাপআপ হয়েছিল৷ কিন্তু, তারপরই ঘটে অঘটন৷ সোমবার নিফটি গ্যাপডাউন খুলে বাজার বন্ধ হয়েছে ৮২ পয়েন্ট নিচে৷ ব্যাঙ্ক নিউটি একই ভাবে গ্যাপডাউন খুলে বাজার বন্ধ হয়েছে ১০৫ পয়েন্ট নিচে৷ মঙ্গলবার ছিল বাজার বন্ধ৷ বুধবার ফের খুলবে বাজার৷ এই পরিস্থিতিতে বুধবার কী হতে পারে অপশন ট্রেডিংয়ের কৌশল?

বাজার বিশেষজ্ঞদের একাংশের ধারণা, যেহেতু বিদেশি বিনিয়োগকারীদের তরফে লাগাতার সেলিং প্রেশার রয়েছে বাজারে, ফলে, খুব সাবধানে বাজারে পা রাখার জরুরি৷ এক্ষেত্রে নিফটি যদি ১৯৫৬০-এর উপরের দিকে ব্রেকআউট করে, তাহলে কল অপশনে পজিশন নেওয়া যেতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ৷ একই সঙ্গে নিফটি যদি ১৯৪২০-এর নিচে ব্রেকডাউন হয়, তাহলে পুট অপশন কার্যকর হতে পারে বলে বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান৷
টিফটির পাশাপাশি ব্যাঙ্ক নিউটি মাথা তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি যদি ৪৪১০০-এ ব্রেকআউট দেয়, তাহলে কল অপশন কার্যকর হতে পারে৷ একই ভাবে ব্যাঙ্ক নিফউ যদি ৪৩৭০০-এর নিচে ব্রেকডাউন দেন, তাহলে পুট অপশন কার্যকর হতে পারে বলে বাজার বিশেষজ্ঞদের একাংশের অনুমান৷ তবে, বাজার কখনই অনুমানের ভিত্তিতে চলে না৷

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং স্কিল বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷  https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Only for information and Education purpose, Please consult your adviser before investing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 12 =