কলকাতা: প্যান কার্ড হারিয়ে ফেলেছেন? কীভাবে পাবেন নতুন কার্ড?
অনলাইনে ঘরে বসেই এই কার্ডের আবেদন করতে পারবেন আপনি। দেখে নিন কীভাবে এই আবেদন করবেন।
১/- প্রথমেই আপনাকে যেতে হবে প্যান ইস্যুকারী সংস্থা NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
২/-onlineservices.nsdl.com ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনের জায়গায় Reprint of PAN Card বেছে নিতে হবে।
৩/-তারপর আপনার অরিজিনাল প্যান নম্বর বসাতে হবে, আধার নম্বর, জন্মতারিখ বসাতে হবে। কনসেন্ট বক্সে টিক দিতে হবে।
৪/-এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। মেসেজে বা ই-মেলে এর মাধ্যমে ওটিপি আসবে আপনার কাছে।
তবে এখানে আপনার ওটিপি কোথায় আসবে তা আপনাকে বেছে নিতে হবে। মোবাইল নম্বর এক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে লিঙ্কড থাকতে হবে।
৫/-তারপর ওটিপি এলে সেই নম্বর বসিয়ে Proceed বাটনে ক্লিক।
৬/এবার প্যান কার্ডের জন্য আবেদনের ফি অনলাইনে জমা করতে হবে। ফি জমা হয়ে গেলে সেই প্যান কার্ড আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন।
মনে রাখতে হবে আপনার বর্তমান প্যান কার্ডে উল্লিখিত তথ্যই থাকবে ডুপ্লিকেট প্যান কার্ডে। নতুন করে কোনও তথ্য আপডেট করা যাবে না।