কলকাতা: জ্বালানি তেলের দাম প্রতিদিনই ওঠানামা করে৷ কখনও বাড়ে, কখনও আবার তা কমে যায়৷ কিন্তু, বিশ্ব জুড়ে অপরিশোধিত তেলের দাম কমার পরেও তার প্রভাব দেশের বাজারে দেখা যাচ্ছে না। ৯ অগাস্ট পেট্রোলের দর গতকালের মতই বেশি রয়েছে। রাজ্যের ৬টি জেলায় আবার দাম বেড়েছে৷ অন্যদিকে কলকাতা-সহ মুম্বই, চেন্নাই, দিল্লিতে দাম অপরিবর্তিত৷ মূলত, মালবাহী চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং স্থানীয় করের ওপর এই জ্বালানির দাম নির্ভর করে। যদিও প্রতিটি রাজ্যে জ্বালানির দাম পরিবর্তিত হয়।
এখন দেখে নেওয়া যাক কোন জেলায় জ্বালানির দর কত-
আলিপুরদুয়ার- পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.১৮ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯২.৯০ টাকা।
দার্জিলিং- পেট্রোল লিটার প্রতি ১০৬.৬৭ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৩.০৮ টাকা।
হাওড়া- এই জেলায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৫.২০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৯৯ টাকা।
দক্ষিণ ২৪ পরগণা- লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ১০৫.৫৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৩২ টাকা।
পূর্ব মেদিনীপুর- পেট্রোল বিকোচ্ছে লিটার প্রতি ১০৪.৯৫ টাকায়৷ ডিজেলের দর লিটার প্রতি ৯১.৭২ টাকা।
পশ্চিম মেদিনীপুর- লিটার প্রতি পেট্রোলের দর যাচ্ছে ১০৫.৩৩ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০৮ টাকা।