আজ থেকে বদলে গেল PNB-র ATM থেকে টাকা তোলার নিয়ম

আজ থেকে বদলে গেল PNB-র ATM থেকে টাকা তোলার নিয়ম

3 stocks recomended

নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর এবার এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে বদল আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)৷ আজ ১ ডিসেম্বর থেকেই লাগু হবে নয়া নিয়ম৷ ফলে এবার এটিএম থেকে ১০ হাজার বা তার চেয়ে বেশি অঙ্কের টাকা তোলার জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)-এর প্রয়োজন হবে পিএনবি-র অ্যাকাউন্ট হোল্ডারদের৷ ফলে এবার থেকে পিএনবি’র এটিএম থেকে টাকা তুলতে হলে মোবাইল সঙ্গে নিতে ভুলবেন না৷ রেজিস্টার ফোন নম্বরে ব্যাঙ্কের পাঠানো ওটিপি আসা মাত্রই তা এন্টার করতে হবে৷ ওটিপি ছাড়া কোনও ভাবেই বড় অঙ্কের টাকা তোলা সম্ভব হবে না৷ 

আরও পড়ুন- বাড়িওয়ালা ও ভাড়াটেদের জন্য নতুন আইন আনল কেন্দ্র, জেনে নিন বিস্তারিত

রাত্রি ৮টা থেকে সকাল ৮টার মধ্যে পিএনবি’র এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তোলার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে৷ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এবার থেকে রাত্রি ৮টা থেকে সকাল ৮টার মধ্যে সহজেই গ্রাহকরা ১০ হাজার টাকার বেশি এটিএম থেকে তুলতে পারবেন৷ ব্যাঙ্কের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, ‘‘তারিখটি দেখে নিন৷ ১ ডিসেম্বর থেকে PNB 2.0  ওটিপি ভিত্তিক টাকা তোলার নিয়ম চালু করতে চলেছে৷ এবার থেকে টাকা তোলা ও ব্যাঙ্কিং হবে আরও সহজ৷’’ ৪৭ সেকেন্ডের একটি ভিডিয়ো ক্লিপও শেয়ার করেছে পিএনবি৷ কী ভাবে ওটিপি দিয়ে টাকা তুলতে হবে ভিডিয়োতে সে ছবিই দেখানো হয়েছে৷ 

আরও পড়ুন- টাকা লেনদেনের নিয়ম বদলাচ্ছে ডিসেম্বর থেকেই! বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের

কী ভাবে টাকা তুলতে হবে দেখে নেওয়া যাক-

* পিএনবি এটিএম থেকে টাকা তোলার জন্য প্রথমে ডেবিট/এটিএম কার্ট ইনসার্ট করতে হবে৷
* তার পর প্রয়োজনীয় বিবরণ দিতে হবে৷ 
* ১০ হাজারের বেশি টাকা তুলতে চাইলে ওটিপির প্রয়োজন হবে৷
* রেজিস্টার মোবাইল নম্বরে এই ওটিপি পাঠাবে ব্যাঙ্ক৷  
*  এটিপি আসার পরই তা পুট করতে হবে৷ 
* ওটিপি দিলেই টাকা বেরিয়ে আসবে৷ 

ওটিপি ভিত্তি ক্যাস উইথড্রল ব্যবস্থা চালু করে গ্রাহকদের নিরাপত্তা আরও একধাপ বাড়িয়ে দিল পিএনবি৷ গত সেপ্টেম্বর মাসে ওটিপি ভিত্তিক ক্যাস উইথড্রল ব্যবস্থা চালু করেছিল এসবিআই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =