নয়াদিল্লি: দেশজুড়ে উৎসবের মরশুম৷ দুর্গাপুজো আসতে আর এক মাসও বাকি নেই৷ তার পরেই রয়েছে দিওয়ালি৷ উৎসবের সেই আবহেই বড় উপহার দিতে চলেছেন রতন টাটা। দিওয়ালির আগেই দেশে বড় কর্মসংস্থানের সুযোগ সুযোগ তৈরি করে দেবেন রতন টাটা৷ কমপক্ষে ৫০ হাজার চাকরির সুযোগ দেবে তাঁর সংস্থা৷ ( Ratan Tata creates 50,000 jobs before Diwali)
আইফোন তৈরি করবে টাটা ইলেকট্রনিক্স
এতদিন বিদেশ থেকেই আইফোন আমদানি করত ভারত৷ এবার দেশেই তৈরি হবে সেটি। আর আইফোন তৈরির দায়িত্ব পেয়েছে রতন টাটার সংস্থা। আগামী নভেম্বর মাস থেকেই আইফোন তৈরির কাজ শুরু করে দেবে টাটা ইলেকট্রনিক্স৷
হোসুর প্ল্যান্টে হচ্ছে আইফোন কারখানা
তামিলনাড়ুতে ২৫০ একর জমির উপরে হোসুর প্ল্যান্টে হচ্ছে আইফোন তৈরির কারখানা৷ এই প্রকল্পে টাটার বিনিয়োগ প্রায় ৬ হাজার কোটি টাকা৷ উৎপাদন শুরু হওয়ার পর এখানে ৫০,০০০ কর্মসংস্থান হবে। বর্তমানে এই প্ল্যান্টে ১৫ হাজার কর্মী নিযুক্ত রয়েছেন।
আরও পড়ুন-
রাজ্যের বিদ্যুৎ বণ্টন সংস্থায় কর্মী নিয়োগ
১১,৫৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল
Jobs: Ratan Tata to create 50,000 jobs in India before Diwali. Tata Electronics to start iPhone manufacturing in Tamil Nadu’s Hosur plant from November. The project, with a ₹6,000 crore investment, will boost local employment and reduce iPhone imports.