অর্থনীতির হাল ধরতে লক্ষ্মীবারে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে RBI

নয়াদিল্লি: অর্থনীতির হাল ধরতে আগামিকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস৷ নতুন পদে বসে বুধবার প্রথম সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস জানান, দেশের অর্থনীতির হাল ফেরেতে দেশের সমস্ত ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন৷ বৈঠকে ব্যাংক চালাতে তাদের কী সমস্যা হচ্ছে, তাও জানতে চাইবেন তিনি৷ মনে করা হচ্ছে, ওই বৈঠক থেকে রেপও রেট

imagesmissing

অর্থনীতির হাল ধরতে লক্ষ্মীবারে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে RBI

নয়াদিল্লি: অর্থনীতির হাল ধরতে আগামিকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস৷ নতুন পদে বসে বুধবার প্রথম সাংবাদিক বৈঠকে শক্তিকান্ত দাস জানান, দেশের অর্থনীতির হাল ফেরেতে দেশের সমস্ত ব্যাংকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন৷ বৈঠকে ব্যাংক চালাতে তাদের কী সমস্যা হচ্ছে, তাও জানতে চাইবেন তিনি৷ মনে করা হচ্ছে, ওই বৈঠক থেকে রেপও রেট ও সুদের হার বৃদ্ধির সংক্রান্ত একগুচ্ছ বিষয়ে আলোচনা হতে পারে৷ বাজারে অর্থের জোগান পর্যাপ্ত রাখা নিয়েও হতে পারে আলোচনা৷ এগিনের এই বৈঠকে আরবিআই-এর নবনিযুক্ত গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ‘‘RBI-এর গভর্নর হওয়া দারুন সম্মানের বিষয়৷ আমি যথাসাধ্য চেষ্টা করব সঠিক নীতি নির্ধারণ করে তা পরিচালনা করতে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *