তলানিতে ভারতীয় মুদ্রা! দেশের অর্থনীতিতে বড় ধাক্কা

তলানিতে ভারতীয় মুদ্রা! দেশের অর্থনীতিতে বড় ধাক্কা

3 stocks recomended

নয়াদিল্লি: দেশের অর্থনীতি নিয়ে শেষ কয়েক বছর ধরেই বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে আসছে। কিন্তু সেই ইস্যুতে প্রত্যক্ষভাবে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি কেন্দ্রকে। আগে অবশ্য তারাই ভারতীয় অর্থনীতি নিয়ে ইউপিএ সরকারকে আক্রমণ করত মনমোহন সিং জমানায়। কিন্তু বর্তমানে দেখা গিয়েছে, বিজেপি আমলেই সবথেকে করুণ অবস্থায় চলে এসেছে ভারতীয় মুদ্রা। কারণ টাকার দাম সবচেয়ে নিচে গিয়ে ঠেকেছে এখন।

আরও পড়ুন: ব্যাঙ্কের গ্রাহককদের জন্য সুখবর, ফিক্সড ডিপোজিটের ওপর বাড়ছে সুদের হার

ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। সর্বকালীন রেকর্ড ভেঙে এক ডলারের দাম বেড়ে হল ভারতীয় মুদ্রায় ৭৭ টাকা ৪৬ পয়সা। এর আগে কখনও ভারতীয় মুদ্রার এত অবনমন দেখা যায়নি। তাই অবশ্যভাবে বলা যায়, কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে এবার আরও বেশি করে প্রশ্ন তুলতে শুরু করবে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি। তবে হঠাৎ করে কেন এত পতন হল টাকার দামে? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তো আছেই, তাছাড়া চিনে নতুন করে করোনা বৃদ্ধির ফলে যে লকডাউন হয়েছে তারও প্রভাব পড়ছে টাকার ওপর।  

আবার অন্য এক অংশ মনে করছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। তার জন্যই ভারতীয় মুদ্রায় প্রভাব পড়ছে। তবে এসব কারণে শেয়ার বাজারের মন্দাও অব্যাহত থাকছে চলতি সপ্তাহে। আজ ৪৯৮ পয়েন্ট পড়েছে সেনসেক্স। নিফটির পতন হয়েছে ১.০৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 15 =