দিল্লি: মাত্র ৫১ টাকায় জিওর ধামাকা। জানেন তো??
মাত্র ৫১ টাকায় আনলিমিটেড ৫জি পরিষেবা। জিওর যে তিনটে রিচার্জ প্ল্যানের কথা জানাবো তাতে অবাক হতে হবে। ইউজারদের জন্য ‘ট্রু আনলিমিটেড আপগ্রেড’ এর আওতায় তিনটে নতুন এবং সস্তার প্ল্যান এনেছে রিলায়েন্স জিও ইনফোকম। ৫১ টাকা, ১০১ টাকা এবং ১৫১ টাকা। এই তিনটি প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও ইউজাররা আনলিমিটেড ৫জি ডেটার পরিষেবা পাবেন। আপনার ফোনে একটি রিচার্জ প্ল্যান ইতিমধ্যেই রিচার্জ করা থাকলে তার পরেও এই তিন প্ল্যানের যেকোনও একটি রিচার্জ করলে আপনি পরিষেবা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য গত ৩ জুলাই থেকে কার্যকর হয়েছে রিলায়েন্স জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলি।
১/- ৫১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে রিলায়েন্স জিও ইউজারদের দেবে ৩ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা।
২/- ১০১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা পাবেন ৬ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি পরিষেবা।
৩/- ১৫১ টাকার রিচার্জ প্ল্যানে জিও দিচ্ছে ৯ জিবি ৪জি ডেটা এবং আনলিমিটেড ৫জি সার্ভিস।
তবে, ৬১ টাকার ৫জি আপগ্রেড অ্যাড-অন প্ল্যানটি বন্ধ করে দিয়েছে জিও।
এরকম গুরুত্বপূর্ণ সব খবর পেতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।