বিভিন্ন ব্যাঙ্কে আমানতের পরিমাণ বেড়েছে বিপুল, ২০০০ টাকা নিয়ে রিপোর্ট দিল SBI

বিভিন্ন ব্যাঙ্কে আমানতের পরিমাণ বেড়েছে বিপুল, ২০০০ টাকা নিয়ে রিপোর্ট দিল SBI

3 stocks recomended

নয়াদিল্লি: অক্টোবর মাস থেকে বাজার থেকে বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট। অনেক আগেই এই ঘোষণা করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু আপাতত এই নোট ব্যাঙ্কে জমা করা যাবে এবং তার নিয়মও জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখনও পর্যন্ত কত টাকা জমা পড়েছে ব্যাঙ্কগুলিতে? দেশের বিভিন্ন ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণও বা কত হল? সেই সংক্রান্ত একটি রিপোর্ট দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

এসবিআই-এর রিপোর্ট বলছে, ২০০০ টাকার নোট নিয়ে আরবিআই-এর বিজ্ঞপ্তি আসার ১৫ দিন পর দেশের বিভিন্ন ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ ৩ লক্ষ ৩০ হাজার কোটি টাকা বেড়েছে। অর্থাৎ এক কথায় বলাই যায়, দু’হাজারি নোট বাতিলে বিপুলভাবেই আমানত বেড়েছে। একই সঙ্গে ঋণের চাহিদা এবং পরিশোধের প্রবণতা কমেছে বলেও জানানো হয়েছে এই রিপোর্টে। সম্প্রতি আরবিআই তাদের রিপোর্টে জানিয়েছিল, বাজারে ছাড়া ২০০০ টাকার নোটের ৫০ শতাংশ ইতিমধ্যেই ফেরত এসেছে। এছাড়া প্রায় ৮৫ শতাংশ নোটই গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকেছে।