SBI-এর পুজো উপহার, আরও সস্তা হল গৃহঋণের সুদ

SBI-এর পুজো উপহার, আরও সস্তা হল গৃহঋণের সুদ

3 stocks recomended

নয়াদিল্লি: উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য উপহার নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)৷ যারা বাড়ি কিনতে বা বানাতে চান, তাঁদের জন্য সুখবর৷ ফেস্টিভ অফারে গৃহ ঋণের উপর ২৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.২৫ শতাংশ পর্যন্ত সুদ কমানোর কথা ঘোষণা করল এসবিআই৷ ৭৫ লক্ষ টাকা পর্যন্ত স্বপ্নের বাড়ি নির্মাণের ক্ষেত্রে ২০ বেসিস পয়েন্ট ছাড় দেওয়া হবে৷  YONO  প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহঋণের জন্য আবেদন করা হলে মিলবে আরও বাড়তি ৫ বেসিস পয়েন্ট ছাড়৷ যে সকল মহিলা তাঁদের নামে ঋণ নেবেন, তাঁরাও এই বাড়তি ছাড় পাবেন৷  

আরও পড়ুন- বিশ্বের কোন সংস্থা সেরা? ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ারের তালিকা প্রকাশ ফোর্বসের

ব্যাঙ্কের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, গৃহঋণের সুদের উপর এই ছাড় সিবিল স্কোরের ভিত্তিতে পাওয়া যবে৷ দিন কয়েক আগেই উৎসব উপলক্ষে অফার ঘোষণা করেছিল এসবিআই৷ সেই অফার আরও বাড়িয়ে ব্যাঙ্ক জানাল, উৎসবের মরশুমের জন্যই এসবিআই ক্রেডিট স্কোরের ভিত্তিতে সারা দেশে ৩০ লক্ষ থেকে ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণে  ১০ বেসিস পয়েন্ট থেকে বাড়িয়ে ২০ বেসিস পয়েন্ট ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ৩ কোটি টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে এই ছাড় মিলবে৷ দেশের ৮টি মেট্রো শহরের বাসিন্দারা ৩ কোটি টাকা পর্যন্ত হোম লোনের উপর এই ছাড় পাবেন৷ ৩০ লক্ষ টাকার গৃহঋণের ক্ষেত্রে সব থকে কম সুদ দিতে হবে৷ প্রাথমিক ভাবে ৬.৯০ শতাংশ৷  ৩০ লক্ষ টাকার উপরে হলে ৭ শতাংশ পর্যন্ত হোম লোনের সুদ দিতে হবে৷  

আরও পড়ুন- ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, কিন্তু বিপদ এখনও শিয়রে

এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর (রিটেল অ্যান্ড ডিজিটাল ব্যাঙ্কিং) এসসি শেট্টি বলেন, ‘‘দেশের মানুষ কোভিড পরবর্তী জীবনের জন্য তৈরি হচ্ছে৷ আমরা গ্রাহকদের মধ্যে বর্ধিত চাহিদা প্রত্যক্ষ করছি৷ গ্রাহদের চাহিদা অনুসারে আমরা আকর্ষণীয় অফার নিয়ে এসেছি৷’’ গৃহঋণের পাশাপাশি স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে কার লোন, গোল্ড লোন বা পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রসেসিং ফিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eight =