ফের সুদ কমাল SBI-ICICI, মাথায় হাত সাধারণ জনতার

ফের সুদ কমাল SBI-ICICI, মাথায় হাত সাধারণ জনতার

3 stocks recomended

মুম্বই: ফের সেভিংস ডিপোজিটে কমল সুদের হার৷ দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং দ্বিতীয় বৃহত্তম বেসকারি ব্যাংক আইসিআইসিআই সেভিংস ব্যাংক ডিপোজিটের উপর সুদের হার যথাক্রমে ৫ বেসিস পয়েন্ট ও ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দিল৷ 

এর ফলে এসবিআই-এ সেভিংস ডিপোজিটে সুদের হার দাঁড়াচ্ছে বার্ষিক ২.৭ শতাংশ। ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী, ৩১ মে থেকে নতুন হার‌ কার্যকর হচ্ছে। চলতি অর্থবর্ষে এই নিয়ে দ্বিতীয়বার সেভিংস ব্যাংক ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই৷ 

এর আগে গত এপ্রিল মাসে সেভিংস ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল এসবিআই৷ ফলে সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার কমে দাঁড়িয়েছিল ২.৭৫ শতাংশ। প্রসঙ্গত কয়েকদিন আগে স্থায়ী আমানতের উপরও সুদের হার কমিয়েছে এসবিআই৷ 

সেভিংস ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে ব্যাংকে দুটি স্ল্যাব রয়েছে- প্রথমটি এক লক্ষ টাকা পর্যন্ত এবং দ্বিতীয়টি এক লক্ষ টাকার উপর৷ অন্যদিকে,  ৫০ লক্ষের নীচে যে কোনও ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে আইসিআইসিআই ব্যাংক৷ ৫০ লক্ষ এবং তার বেশি ডিপোজিটের ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডাররা ৩.৫০ হারে সুদ পাবেন৷ আগে এই সুদের হার ছিল ৩.৭৫ শতাংশ৷ সেভিংস ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকর হবে বৃহস্পতিবার থেকে৷  নতুন করে ঋণের চাহিদা কমায়, সুদের হারও কমিয়ে দিল আইসিআইসিআই ব্যাংক৷ 

এর আগে গত ২৭ মে রিটেল টার্ম ডিপোজিটের উপর সুদের হার ৪০ বেসিস পয়েন্ট কমিয়েছিল এসবিআই৷ ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ডিপোজিট ম্যাচুরিং-এর ক্ষেত্রে ২.৯০ শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানায় এসবিআই৷ আগে এই খাতে সুদের হার ছিল ৩.৩০ শতাংশ৷ সংশোধিত হারে ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৪.৮০ শতাংশ থেকে কমিয়ে ৪.৪০ শতাংশ সুদ দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ ৫ থেকে ১০ বছরের ডিপোজিটের ক্ষেত্রেও ৫.৭০ শতাংশ থেকে কমিয়ে ৫.৪০ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷ অন্যদিকে, ২ কোটি এবং তার বেশি জমার উপরও সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − nine =