স্বাধীনতা দিবসে SBI গ্রাহকদের জন্য বড় ধাক্কা, ফের বাড়ানো হল লোনের EMI

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের জন্য দুঃসংবাদ। আজ থেকেই বাড়তে চলছে গাড়ি-বাড়ির লোনের ইএমআই। এই নিয়ে টানা ৩ মাস ঋণের ক্ষেত্রে…

SBI new

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের জন্য দুঃসংবাদ। আজ থেকেই বাড়তে চলছে গাড়ি-বাড়ির লোনের ইএমআই। এই নিয়ে টানা ৩ মাস ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করল দেশের সবচেয়ে বড় এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক৷

 

ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা এমসিএলআরের উপরেই নির্ভর করে সুদের হার৷ একজন গ্রাহক সর্বনিম্ন যে সুদের হারে ঋণ পেয়ে থাকেন, ব্যাঙ্কিং পরিভাষায় সেটাই হল এমসিএলআর। যা  ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিল এসবিআই৷ আজ, ১৫ অগাস্ট থেকেই নতুন রেট কার্যকর হবে৷

এমসিএলআর বৃদ্ধির ফলে ৩ বছরের লোনের ক্ষেত্রে সুদের হার ৯ থেকে বেড়ে ৯.১০ শতাংশ হয়েছে৷ দেখে নিন বিভিন্ন মেয়াদের স্টেট ব্যাঙ্কের লোনে সর্বনিম্ন সুদের হার কত হল-

এক মাস ৮.৩৫ শতাংশ থেকে সুদের হার বেড়ে হল ৮.৪৫ শতাংশ
৩ মাসের ক্ষেত্রে ৮.৪০ শতাংশ থেকে সুদের হার বেড়ে হল ৮.৫০ শতাংশ
৬ মাস ৮.৭৫ শতাংশ থেকে সুদের হার বেড়ে দাঁড়াল ৮.৮৫ শতাংশ
২ বছরের মেয়াদে ৮.৯৫ শতাংশ থেকে সুদের হার বেড়ে হল ৯.০৫ শতাংশ
৩ বছরের মেয়াদের ক্ষেত্রে ৯.০০ শতাংশ সুদের হার বেড়ে হল ৯.১০ শতাংশ