টাকার প্রয়োজন? SBI দিচ্ছে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, শর্তও সহজ!

ব্যক্তিগত প্রয়োজনে ঋণের দরকার হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এখনও দেশের লক্ষ লক্ষ মানুষের প্রথম পছন্দ। SBI এখন দিচ্ছে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত…

SBI Personal Loan

ব্যক্তিগত প্রয়োজনে ঋণের দরকার হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এখনও দেশের লক্ষ লক্ষ মানুষের প্রথম পছন্দ। SBI এখন দিচ্ছে সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ, তাও আবার সহজ শর্তে ও সুবিধাজনক কিস্তিতে পরিশোধের সুযোগ-সহ।

৩৫ লক্ষ টাকার বেশি ঋণের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে যাঁরা সাধারণভাবে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে চান, তাঁদের জন্য ব্যাংকটি অফলাইন ও অনলাইন – দুই পথেই সহজ ও দ্রুত আবেদন করার সুযোগ দিচ্ছে।

কীভাবে আবেদন করবেন

অনলাইনে (YONO অ্যাপ):
এসবিআই-এর YONO অ্যাপে লগইন করে ‘Loans’ সেকশনে গিয়ে ‘Personal Loan’ অপশনটি বেছে নিতে হবে। এরপর নিজের যোগ্যতা যাচাই করে, কত টাকা ঋণ চাইছেন ও কত কিস্তিতে শোধ করতে চান তা নির্ধারণ করে OTP দিয়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অনুমোদন মিললেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে যাবে।

প্রি-অ্যাপ্রুভড ঋণ:
যাঁরা এসবিআই-এর বিদ্যমান গ্রাহক, তাঁরা YONO অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে খুব সহজেই প্রি-অ্যাপ্রুভড ঋণের জন্য আবেদন করতে পারেন। এখানে শুধু প্যান নম্বর ও জন্মতারিখ দিলেই যাচাই হয়ে যাবে আপনার যোগ্যতা, তারপর পছন্দমতো ঋণের পরিমাণ ও মেয়াদ বেছে নেওয়া যাবে।

অফলাইনে (ব্যাংক শাখায় গিয়ে):
আপনার বাড়ির কাছাকাছি SBI শাখায় গিয়ে সরাসরি ব্যাংকের প্রতিনিধি সঙ্গে কথা বলে আবেদন করতে পারেন। কী পরিমাণ ঋণ পাওয়া যাবে, কত সুদ লাগবে, কী কী কাগজপত্র লাগবে – সবটাই বুঝে নিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

কে কে আবেদন করতে পারবেন SBI Personal Loan

এই ঋণের জন্য আবেদন করতে হলে আপনার মাসিক ন্যূনতম আয় হতে হবে ১৫ হাজার টাকা এবং অন্তত এক বছর ধরে আপনি একই চাকরিতে কাজ করছেন – এমন অভিজ্ঞতা থাকতে হবে।

যাঁদের SBI-তে স্যালারি অ্যাকাউন্ট আছে, তাঁদের ক্ষেত্রে কাগজপত্রের ঝামেলা অনেকটাই কম। তবে প্রতিটি আবেদনকারীর যোগ্যতা ভিন্ন হতে পারে, তাই নির্দিষ্ট তথ্য জানতে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখা বাঞ্ছনীয়।

সুদের হার ও খরচ (১৬ মে ২০২৫ অনুযায়ী):

  • সুদের হার: বছরে ১০.৩০ শতাংশ থেকে ১৫.৩০ শতাংশ (গড়ে প্রায় ১২.৬৮ শতাংশ)

  • ঋণের পরিমাণ: সর্বোচ্চ ৩৫ লক্ষ টাকা

  • পরিশোধের সময়সীমা: সর্বোচ্চ ৭ বছর

  • প্রসেসিং ফি: ঋণের অঙ্কের উপর নির্ভর করে সর্বোচ্চ ১.৫ শতাংশ + GST (কিছু ক্ষেত্রে এই ফি মাফ করা হতে পারে)

লাগবে যেসব কাগজপত্র:

  • পরিচয়ের প্রমাণ: প্যান কার্ড, আধার কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স

  • ঠিকানার প্রমাণ: বিদ্যুৎ বিল, রেশন কার্ড, ভোটার আইডি বা পাসপোর্ট

  • আয়ের প্রমাণ: সাম্প্রতিক বেতন স্লিপ, ফর্ম ১৬ অথবা ব্যাংক স্টেটমেন্ট

সুদের হার ও অন্যান্য শর্ত অনেক কিছু উপর নির্ভর করে, যেমন- আপনার ক্রেডিট স্কোর, ঋণের পরিমাণ, মেয়াদ, আগের ঋণের পরিশোধ ইতিহাস ইত্যাদি। তাই আপনার ক্ষেত্রে কী হার লাগবে তা জানতে SBI-এর গ্রাহক পরিষেবা বিভাগে যোগাযোগ করুন অথবা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন।

Business: Need a personal loan? SBI offers up to ₹35 lakh with easy online (YONO app) and offline application. Existing customers can get pre-approved loans quickly. Learn about eligibility and interest rates.