BREAKING: করোনা-কালে ফের সুদ কমাল SBI, মাথায় হাত জনতার

BREAKING: করোনা-কালে ফের সুদ কমাল SBI, মাথায় হাত জনতার

3 stocks recomended

নয়াদিল্লি: রেপো রেট অপরিবর্তিত থাকলে পুজোর আগে মধ্যবিত্ত জনতার চিন্তার বাড়িয়ে ফের সুদের হার কমাল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই৷ স্বল্পমেয়াদি আমানতের সুদের হার কামানোর ঘোষণা এসবিআইয়ের৷

এসবিআই সূত্রে জানানো হয়েছে, ১ থেকে ২ বছরের মেয়াদি আমানতের সুদের হার কমছে৷ সুদ কমেছে দশমিক ২ শতাংশ৷ সাধারণের জন্য এতদিন যে হারে সুদ দেওয়া হত, তাও কমানো হয়েছে৷ ৫.১ থেকে সুদের হার কমে দাঁড়িয়েছে ৪.৯০ শতাংশ৷ প্রবীণদের জন্য এতদিন ৫.৬ শতাংশ থেকে সুদের হার কমে দাঁড়িয়েছে ৫.৪  শতাংশ৷ করোনা আবহে স্বল্পমেয়াদি আমানতে সুদ কমায় ফের চিন্তায় মধ্যবিত্ত জনতা৷

চলতি বছরে মে মাসে সুদের হার কমিয়েছিল এসবিআই৷ করোনা আবহে ফের সুদ কমানোর পথে হাঁটল এসবিআই৷ এবার সার্বিকভাবে সুদের হারের কোপ না পড়লেও ১ থেকে ২ বছরের স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে৷ তবে অন্যান্য সুদ অপরিবর্তিত রাখা হয়েছে৷ ১০ সেপ্টেম্বর থেকে নয়া সুদের হার কার্যকর করে দিয়েছে এসবিআই৷ প্রতিটি শাখাকে এই মর্মে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে এসবিআই কর্তৃপক্ষ৷

এসবিআই এখন ৭ থেকে ৪৫ দিনের মধ্যে আমানতে ২.৯ শতাংশ হারে সুদ দেবে৷ ৪৬ থেকে ১৭৯ দিনের আমানতে সুদের হার ৩.৯ শতাংশ পাওয়া যাবে৷ ১৮০ দিন থেকে ১ বছরেরও কম সময়ের আমানত ৪.৪ শতাংশ সুদ পাওয়া যাবে৷  ১ থেকে ২ বছরেরও কম সময়ের মধ্যে এখন মিলবে ৪.৯ শতাংশ৷ ২ থেকে ৩ বছরেরও কম সময়ের মধ্যে সুদের হার এখন ৫.১ শতাংশ৷ ৩ বছরের থেকে ৫ বছরেরও কম সময়ের মধ্যে আমানতে সুদের হার ৫.৩ শতাংশ৷ ৫ থেকে ১০ বছর পর্যন্ত সুদের হার ৫.৪ শতাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 2 =