এই স্কিমে বছরে ১ লক্ষ রাখলেই কোটিপতি হবে আপনার মেয়ে!

কলকাতা: কন্যা সন্তান জন্মের পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দেন বাবা-মায়েরা৷ তবে কোনও রকম ঝুঁকি ছাড়াই বিনিয়োর করতে চাইলে এই স্কিমে বিনিয়োগ করুন৷…

ssy

কলকাতা: কন্যা সন্তান জন্মের পর থেকেই তার ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করে দেন বাবা-মায়েরা৷ তবে কোনও রকম ঝুঁকি ছাড়াই বিনিয়োর করতে চাইলে এই স্কিমে বিনিয়োগ করুন৷ মিলবে ভালো রিটার্ন৷ সরকারি এই স্কিমে সুরক্ষার সঙ্গে পাবেন ৮.২ শতাংশ রিটার্ন।

মেয়েদের ভবিষ্যত নিশ্চিত করতে বেশ কিছু সরকারি পরিকল্পনা রয়েছে৷ তার মধ্যে অন্যতম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি একটি স্বল্প সঞ্চয় স্কিম৷ কর সঞ্চয়ের পাশাপাশি এটি শক্তিশালী রিটার্ন দেয়। এই স্কিমে বছরে এক লক্ষ টাকা বিনিয়োগ করলে, আপনার মেয়ে ২১ বছর বয়সে ভালো রিটার্ন পাবেন।

এসএসওয়াই স্কিমের অধীনে, অ্যাকাউন্ট হোল্ডাররা বছরে ২৫০ টাকা থেকে দেড় লক্ষ টাকা বিনিয়োগ করার সুযোগ পান। আমানতের উপর চক্রবৃদ্ধি সুদের হার বৃদ্ধি পাবে। কোনও ব্যক্তি কন্য়া সন্তান জন্মের পরই সুকন্যা সমৃদ্ধি যোজনায় প্রতি বছর এক লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১৫ বছর বয়সের ১৫ লক্ষ টাকা জমা হবে। ওই মেয়েটির যখন ২১ বছর হবে, তখন সে মোট ৪৬,১৮,৩৮৫ টাকা পাবে। অর্থাৎ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩১,১৮,৩৮৫ টাকা সুদ মিলবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *