সুইগির ধামাকাদার এন্ট্রি! এ কী করলেন অমিতাভ বচ্চন?

দিল্লি : ফের শেয়ার বাজারে মেগা এন্ট্রি নিতে চলেছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা সুইগি। স্টক হোল্ডার থেকে সবুজ সংকেত মিলতেই নতুন করে আইপিও আনার সিদ্ধান্ত…

Picsart 24 08 30 04 49 25 903

দিল্লি : ফের শেয়ার বাজারে মেগা এন্ট্রি নিতে চলেছে জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা সুইগি। স্টক হোল্ডার থেকে সবুজ সংকেত মিলতেই নতুন করে আইপিও আনার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরুর এই কোম্পানি।

আর কোম্পানির আইপিও আসার আগেই অনলাইন ফুড ডেলিভারি প্লাটফর্ম সুইগিতে শেয়ার কিনল অমিতাভ বচ্চনের ফ্যামিলি অফিস। একটা ছোটখাটো অংশীদারিত্ব নিয়েছে বলে খবর। যা এটা বুঝিয়ে দিতে যথেষ্ট যে অনলাইন ডেলিভারির চাহিদা দেশে বাড়ছে।

  • তবে, এখানে উল্লেখ করা জরুরি বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল কখনো কাউকে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এমনকি কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।