ছোট শিল্পের উন্নয়নে বড় পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি: ছোট শিল্পের উন্নতির জন্য যেমন প্রযুক্তির আরও বেশি করে ব্যবহার দরকার, তেমন বিপণনেও মার খাচ্ছে তারা। আঞ্চলিক স্তরে নামজাদা সংস্থাগুলি নানা পণ্য বা প্রযুক্তি উদ্ভাবন করছে বটে, কিন্তু তাকে কাজে লাগাচ্ছে না ছোট শিল্প। সম্প্রতি কলকাতায় এসে এই আপেক্ষ করলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের যুগ্মসচিব সুধীর গর্গ। তিনি বলেন, দেশের পশ্চিমাঞ্চল ছোট

3 stocks recomended

ছোট শিল্পের উন্নয়নে বড় পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি: ছোট শিল্পের উন্নতির জন্য যেমন প্রযুক্তির আরও বেশি করে ব্যবহার দরকার, তেমন বিপণনেও মার খাচ্ছে তারা। আঞ্চলিক স্তরে নামজাদা সংস্থাগুলি নানা পণ্য বা প্রযুক্তি উদ্ভাবন করছে বটে, কিন্তু তাকে কাজে লাগাচ্ছে না ছোট শিল্প। সম্প্রতি কলকাতায় এসে এই আপেক্ষ করলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের যুগ্মসচিব সুধীর গর্গ।

তিনি বলেন, দেশের পশ্চিমাঞ্চল ছোট শিল্পের জন্য নতুন প্রযুক্তি আনতে অনেক বেশি সংখ্যায় ইনকিউবেশন কেন্দ্র গড়েছে। কিন্তু গোটা দেশের নিরিখে সেই সংখ্যা অনেক কম। তাঁর হিসেব, যেখানে প্রতি ৩৩ হাজার ছোট শিল্পের জন্য একটি করে ইনকিউবেশন সেন্টার আছে পশ্চিমে, সেখানে দেশের তিন লক্ষ ইউনিটের জন্য একটি করে এমন গবেষণাকেন্দ্র রয়েছে। তাঁর দাবি, এই খরা কাটাতে কেন্দ্রীয় সরকার ছ’হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে। এতে দেশজুড়ে ২০টি প্রযুক্তিকেন্দ্র তৈরি হবে।

এর পাশাপাশি আরও পাঁচটি কেন্দ্র তৈরি হবে, যা শিল্পকে সবদিক থেকে সাহায্য করতে কাজ করবে, জানিয়েছেন ওই কেন্দ্রীয় কর্তা। তিনি বলেন, উৎপাদন শিল্পের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি উদ্ভাবনী নকশা, বা বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়গুলিতে আরও বেশি করে জোর না দিলে ছোট শিল্পে পিছিয়ে পড়বে। এর পাশাপাশি বিপণনকে গুরুত্ব না দিলে গোটা প্রকল্পই জলে যাবে বলে মনে করছেন তিনি। সেক্ষেত্রে মূলধন বাড়ানো গুরুত্বপূর্ণ। সেই কাজটিতে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে বলে দাবি করেছেন ওই কেন্দ্রীয় কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *