পুরনো পাসপোর্টের দিন শেষ, আসছে ই-পাসপোর্ট

নয়াদিল্লি: পুরনো পাসপোর্টের দিন শেষ৷ আসছে মাইক্রো চিপ লাগানো নতুন পাসপোর্ট৷ যা হবে আরও বেশি সুরক্ষিত৷ রাশ টানা সম্ভব হবে পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতির৷ এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জানা গিয়েছে, নতুন এই পাসপোর্ট অনেকটা এখনকার পাসপোর্টের মতো দেখতে হলেও সামনের ও পেছেন কভারটি হবে অনেক পুরু৷ পাসপোর্টে লাগানো থাকবে একটি বিশেষ চিপ৷ যার ধারনক্ষমতা ৬৪

3 stocks recomended

পুরনো পাসপোর্টের দিন শেষ, আসছে ই-পাসপোর্ট

নয়াদিল্লি: পুরনো পাসপোর্টের দিন শেষ৷ আসছে মাইক্রো চিপ লাগানো নতুন পাসপোর্ট৷ যা হবে আরও বেশি সুরক্ষিত৷ রাশ টানা সম্ভব হবে পাসপোর্ট সংক্রান্ত জালিয়াতির৷ এমনটাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

জানা গিয়েছে, নতুন এই পাসপোর্ট অনেকটা এখনকার পাসপোর্টের মতো দেখতে হলেও সামনের ও পেছেন কভারটি হবে অনেক পুরু৷ পাসপোর্টে লাগানো থাকবে একটি বিশেষ চিপ৷ যার ধারনক্ষমতা ৬৪ কেবি৷ শেষ ৩০টি বিদেশ যাত্রার তথ্য নথিভুক্ত থাকবে চিপটিতে৷ তাছাড়া চিপটি যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য থাকবে বিশেষ আচ্ছাদন৷ এই নতুন ই-পাসপোর্ট তৈরি করছে নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস৷ সেজন্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের ডিরেক্টর জেনারেলের অধীনে একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটিই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খাতিয়ে দেখছে৷ এই ই-পাসপোর্টের চিপের সফটওয়্যার এনআইসি ও আইআইটি কানপুরের তরফে যৌথভাবে বানানো হয়েছে৷ আমেরিকার একটি গবেষণাগারে এই পাসপোর্ট পরীক্ষা করেও দেখা হয়েছে৷ আরও কয়েকিট বিষয় খাতিয়ে দেখে তবেই পুরোপুরি চালু করা হবে৷ তখন পুরনো পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্ট নিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *