নগদ লেনদেনের উপর চূড়ান্ত নিষেধাজ্ঞা চাপাল আয়কর দপ্তর

নয়াদিল্লি: কালোবাজারি ঠেকাতে আরও কড়া পদক্ষেপ করল আয়কর দপ্তর৷ দেশের বাজারে নগদের লেনদেন রুখতে শনিবার কড়া বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে, এখন থেকে ২০ হাজার টাকার উপর নগদে লেনদেন হলেই এবার থেকে নোটিস পাঠাবে আয়কর দপ্তর৷ জমি কেনা-বেচার ক্ষেত্রেও ২০ হাজার টাকার বেশি লেনদেন হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে টাকার উৎস

3 stocks recomended

নগদ লেনদেনের উপর চূড়ান্ত নিষেধাজ্ঞা চাপাল আয়কর দপ্তর

নয়াদিল্লি: কালোবাজারি ঠেকাতে আরও কড়া পদক্ষেপ করল আয়কর দপ্তর৷ দেশের বাজারে নগদের লেনদেন রুখতে শনিবার কড়া বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে, এখন থেকে ২০ হাজার টাকার উপর নগদে লেনদেন হলেই এবার থেকে নোটিস পাঠাবে আয়কর দপ্তর৷ জমি কেনা-বেচার ক্ষেত্রেও ২০ হাজার টাকার বেশি লেনদেন হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে টাকার উৎস জানিয়ে নোটিস পাঠাবে আইটি ডিপাটমেন্ট৷

আয়কর দপ্তরের দাবি, নগদে জমি কেনা-বেচার মধ্যে দিয়ে কোটি কোটি বেহাত হয়ে যায়৷ যার কোনও সন্ধানও পায় না আয়কর দপ্তর৷ জমি রেজিস্টারের সময় জমির অর্থমূল্য বাড়িয়ে কলো টাকা সাদা হয় যায় বলেও একাধিক অভিযোগ পেয়েছে আয়কর দপ্তর৷ মূলত, জমি-বাড়ি কেনার পেছনে কালোবাজারি রুখতেই এই ব্যবস্থা বলে জানা গিয়েছে৷

যদিও এর আগে দু’লক্ষ বা তার বেশি পরিমাণ নগদ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা জারি করে আয়কর দপ্তর৷ জানানো হয়, নির্দেশ অমান্য করলে গ্রহীতাকে সমপরিমাণ টাকা দিতে হবে৷ কালোবাজারি ঠেকাতে বিজ্ঞপ্তি জারি করে দপ্তরের তরফে জানানো হয়, দৈনিক ২ লক্ষ টাকার বেশি নগদ লেনদেন থেকে বিরত থাকতে৷ অন্যথায়, অর্থ গ্রহীতাকে সমপরিমাণ টাকা কর দিতে হবে৷ শুধু তাই নয়, এমন কোনও লেনদেনের খবর জানলে blackmoneyinfo@incometax.gov.in মেল অ্যাড্রেসে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ গতবছর পয়লা এপ্রিল থেকে দৈনিক নগদ লেনদেনের পরিমাণ ২ লক্ষে বেঁধে দেয় কেন্দ্র৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় আয়কর আইনে নতুন যুক্ত হওয়া ২৬৯ এসটি ধারা অনুযায়ী, নগদ লেনদেনের দৈনিক সীমা অতিক্রম করলে গ্রহীতাকে ১০০ শতাংশ কর দিতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =