কার্যকার হল প্যান কার্ডের নতুন নিয়ম

নয়াদিল্লি: ৫ ডিসেম্বর থেকে কার্যকারী হল প্যান কার্ডের নতুন নিয়ম। বাধ্যতামূলক হচ্ছে না বাবার নাম। বাবার নামের জায়গায় বৈধ মায়ের নামও। নতুন নিয়ম অনুযায়ী, যদি বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে প্যান কার্ডের জন্য আবেদনে বাবার নাম দেওয়া আর বাধ্যতামূলক নয় ৷ আবেদন পত্রে নতুন অপশন থাকছে। থাকলে বাবার বদলে মায়ের নাম দিতে পারবেন

3 stocks recomended

কার্যকার হল প্যান কার্ডের নতুন নিয়ম

নয়াদিল্লি: ৫ ডিসেম্বর থেকে কার্যকারী হল প্যান কার্ডের নতুন নিয়ম। বাধ্যতামূলক হচ্ছে না বাবার নাম। বাবার নামের জায়গায় বৈধ মায়ের নামও। নতুন নিয়ম অনুযায়ী, যদি বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে প্যান কার্ডের জন্য আবেদনে বাবার নাম দেওয়া আর বাধ্যতামূলক নয় ৷ আবেদন পত্রে নতুন অপশন থাকছে। থাকলে বাবার বদলে মায়ের নাম দিতে পারবেন আবেদনকারীরা ৷ তাছাড়াও এবার থেকে ই-প্যান কার্ড জেনারেট করার সুবিধা পাবেন গ্রাহক৷ এনএসডিএল বা ইউটিআইটিএসএল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এতে প্যানের হার্ড কপি বা ভার্চ্যুয়াল কপির অপশন রয়েছে ৷ তবে সীমিত সময়ের জন্য এই পরিষেবা চালু করা হয়েছে ৷ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আয়কর নিয়ম সংশোধন করা হয়েছে ৷ এছাড়াও নতুন নিয়মে, বছরে ২.৫ লাখ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =