সাগরদিঘিতে হচ্ছে ৬৬০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র

কলকাতা: শিল্পবান্ধব পরিবেশে বিনিয়োগ বৃদ্ধির ‘ট্রেন্ড’ তৈরি হয়েছে রাজ্যে। একদিকে শিল্পের প্রয়োজন এবং অন্যদিকে সাধারণ গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে বিদ্যুতের নতুন উৎস প্রস্তুত রাখতে তৎপর রাজ্য। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, আগামী দিনের চাহিদা মেটাতে মুর্শিদাবাদের সাগরদিঘি বিদ্যুৎকেন্দ্রের নয়া অত্যাধুনিক ইউনিট তৈরি করা হচ্ছে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই সেই ইউনিট পুরোদমে তৈরি হয়ে

imagesmissing

সাগরদিঘিতে হচ্ছে ৬৬০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র

কলকাতা: শিল্পবান্ধব পরিবেশে বিনিয়োগ বৃদ্ধির ‘ট্রেন্ড’ তৈরি হয়েছে রাজ্যে। একদিকে শিল্পের প্রয়োজন এবং অন্যদিকে সাধারণ গ্রাহকদের সুষ্ঠুভাবে পরিষেবা দিতে বিদ্যুতের নতুন উৎস প্রস্তুত রাখতে তৎপর রাজ্য। বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, আগামী দিনের চাহিদা মেটাতে মুর্শিদাবাদের সাগরদিঘি বিদ্যুৎকেন্দ্রের নয়া অত্যাধুনিক ইউনিট তৈরি করা হচ্ছে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যেই সেই ইউনিট পুরোদমে তৈরি হয়ে যাবে বলে খবর। বর্তমানে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের বিদ্যুৎকেন্দ্রগুলি থেকে সর্বোচ্চ ৪, ৮৬৫ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তার উপরে রয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি এবং কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে প্রাপ্ত বিদ্যুৎ। বিদ্যুৎ দপ্তরের এক কর্তা বলেন, রাজ্যে সময়ভেদে বিদ্যুৎ চাহিদার পরিমাণ কমবেশি হয়। চাহিদা যেমন থাকে, সেই মতোই উন্নয়ন নিগমের বিদ্যুৎকেন্দ্রগুলি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আগামী দিনে বিদ্যুতের সার্বিক চাহিদা বাড়বে ধরে নিয়েই নয়া ইউনিটটি তৈরি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *