টাকার মাধ্যমে কি করোনা ছড়ায়? কেন্দ্রের কাছে তথ্য চাইলেন ব্যবসায়ীরা

টাকার মাধ্যমে কি করোনা ছড়ায়? কেন্দ্রের কাছে তথ্য চাইলেন ব্যবসায়ীরা

কলকাতা: টাকার মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়াতে পারে? করোনা সংক্রমণের শুরুর এই একটি প্রশ্নে রাতের ঘুম উড়েছিল আমজনতার৷ দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও এই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য এখন মেলেনি৷ গোটা বিষয়টির ধোঁয়াশা কাটাতে কেন্দ্রীয় সরকারের আছে আর্জি জানালেন ব্যবসায়ীরা৷

সংক্রমণের শুরুতেই চিকিৎসকরা জানিয়েছিলেন, স্পর্শের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে করোনা৷ কিন্তু, করোনা যদি স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাহলে টাকার ক্ষেত্রে কী হবে? কেননা, তাতে তো বহু মানুষের স্পর্শ লেগে থাকে৷ অথচ সেখান থেকে সংক্রমণ সম্ভব? চিকিৎসকরা কোনও স্পষ্ট  দিশা এখনও দিতে পারেননি৷ অথচ সাধারণ মানুষ বিষয়টি নিয়ে বিভ্রান্ত৷ সতর্ক থাকতে কেউ টাকার নোট জলে ধুয়ে রোদে শুকতে দিচ্ছেন৷ কেউ আবার টাকায় জীবাণুনাশকারী তরল স্প্রে করছেন৷ অনেকে আবার টাকায় জীবাণু মরতে নোটে ইস্ত্রি করছেন৷ যদিও তা বিপজ্জনক৷ আর এই পরিস্থিতিতে জনতার বিভ্রান্তি কাটাতে স্পষ্ট তথ্য সামনে আসা দরকার বলে মনে করছেন ব্যবসায়ীরা৷ আর সেই কারণ তাঁরা সবচেয়ে বেশি জড়িত থাকেন নগদ টাকার লেনদেনে৷

কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স গোটা বিষয়ে বিভ্রান্তি কাটাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের কাছে আর্জি জানিয়েছে৷ কনফেডারেশনের দাবি, সংগঠনের তরফে জানানো হয়েছে, নোটের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কি না৷ উত্তর না হয় হলে সমস্যা নেই৷ হ্যাঁ হলে কী কী সাবধানতা অবলম্বন করা উচিত, সেই ব্যাপারে তথ্য জানতে চাওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =