দিল্লি: সেভিংস অ্যাকাউন্টে বাড়বে কর ছাড়ের সুযোগ? কোন সুখবর বাজেটে?
জানা যাচ্ছে, সেভিংস অ্যাকাউন্টে সুদ থেকে যে আয় হয় করদাতার, তাতে আসবে বড় বদল। এবারের বাজেটে সম্ভবত সেভিংস অ্যাকাউন্টে কর ছাড়ের সীমা ২৫ হাজার টাকা পর্যন্ত করা হবে বলে জানা গিয়েছে। ফলে বহু করদাতাদের এক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে।
তবে এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে প্রস্তাব এসেছে।সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে ব্যাঙ্কের তরফে আসা এই প্রস্তাব এখনও পর্যালোচনা করা চলছে। পূর্ণাঙ্গ বাজেটেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পারা যাবে। সম্ভবত এই মাসের শেষ দিকেই ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
এরকম গুরুত্বপূর্ণ সব খবর জানতে ফলো করুন আমাদের পেজ আজ বিকেল। আর বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে।