দিল্লি: এবার চাকরিজীবীদের কী সুখবর দেবেন অর্থমন্ত্রী?টেক-হোম স্যালারি বাড়তে পারে কী?
এই বাজেট সম্ভবত চাকরিজীবীদের জন্য খুশির খবর নিয়ে আসতে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। আগামী সপ্তাহেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটে মনে করা হচ্ছে চাকরিজীবীদের টেক হোম বেতন বাড়ানোর ব্যাপারে আলোচনা হতে পারে। একটি সংবাদ প্রতিবেদন অনুসারে, বাজেটে এবার চাকরিজীবীদের আয়কর স্ল্যাবেও বদল আসবে। আর এই আয়কর স্ল্যাবে যে বদল আসতে চলেছে তা প্রতিটি করদাতা নাগরিকের উপকারে আসতে পারে বলে জানা গিয়েছে। আর আগের থেকে এবারে তারা হাতে আরও বেশি টাকা পাবেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে নাগরিকরা আশা করছেন বাজেটে অতিরিক্ত আরও কিছু উপায়ে কর ছাড়ের কথা বলা থাকবে।