UPI Circle হলো ক্রস-প্ল্যাটফর্ম! BHIM, GPay ও PhonePe-তে কী ভাবে কাজ করবে?”

বাবা-মায়ের ওষুধ কেনা, কেয়ারগিভারের বাজার খরচ কিংবা পরিবারের তরুণ সদস্যদের হাত খরচ—সবার জন্য আলাদা আলাদা পেমেন্ট অ্যাপ ব্যবহার করে খরচ সামলানো আর ঝামেলার নয়। NPCI-র…

UPI Circle Feature

বাবা-মায়ের ওষুধ কেনা, কেয়ারগিভারের বাজার খরচ কিংবা পরিবারের তরুণ সদস্যদের হাত খরচ—সবার জন্য আলাদা আলাদা পেমেন্ট অ্যাপ ব্যবহার করে খরচ সামলানো আর ঝামেলার নয়। NPCI-র নতুন আপডেটে এখন থেকে ‘UPI Circle’ ফিচার মিলবে BHIM ছাড়াও PhonePe ও Google Pay-এ।

ফলে পরিবারের যেই যেই UPI অ্যাপ ব্যবহার করুন না কেন, এখন এক জায়গা থেকেই নিয়ন্ত্রণ সম্ভব। আর্থিক নিয়ন্ত্রণ যেমন থাকবে আপনার হাতে, তেমনই বাড়বে সুবিধা ও স্বাধীনতা।

UPI Circle কী?

এই ফিচারের মাধ্যমে আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নির্ভরযোগ্য কাউকে (যেমন: মা-বাবা, ছেলে-মেয়ে, বা কেয়ারগিভার) নির্দিষ্ট সীমার মধ্যে পেমেন্ট করার অনুমতি দিতে পারেন।

আগে শুধুমাত্র BHIM অ্যাপে এই সুবিধা ছিল। এখন PhonePe ও GPay-তেও এই ফিচার ইন্টিগ্রেট হওয়ায় লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

কীভাবে কাজ করে এই ‘সার্কেল’? UPI Circle Feature

আপনি (Primary User) PhonePe ব্যবহার করছেন, আর Secondary User ব্যবহার করছেন BHIM।PhonePe-র ‘UPI Circle’ অপশনে গিয়ে আপনি Secondary User-কে ইনভাইট করবেন UPI ID, ফোন নম্বর বা QR স্ক্যানের মাধ্যমে। সেই ইনভাইট BHIM-এ পৌঁছবে, ব্যবহারকারী Accept করলেই দু’পক্ষ লিঙ্কড হয়ে যাবে। এরপর থেকে Secondary User আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট শুরু করতে পারবেন—আপনার অনুমতিতে।  সবকিছুই রিয়েল-টাইমে নোটিফিকেশনের মাধ্যমে হয়। আপনি নিজের UPI PIN দিয়ে প্রতিটি পেমেন্ট মঞ্জুর করবেন। সুতরাং, নিয়ন্ত্রণ থাকে পুরোপুরি আপনার হাতে।

 দুই রকম অ্যাক্সেস সুবিধা

Partial Delegation
লেনদেন শুরুর অনুমতি থাকবে Secondary User-এর, কিন্তু চূড়ান্ত অনুমোদন আপনার হাতে।
আদর্শ পরিবারের প্রবীণ সদস্য বা শিশুদের ক্ষেত্রে।

Full Delegation (শুধু BHIM-এ)
Secondary User নির্ধারিত সীমার মধ্যে নিজেই পেমেন্ট করতে পারবেন।
৫,০০০ টারা প্রতি লেনদেনে এবং ১৫,০০০ টাকা পর্যন্ত মাসে।

PhonePe ও GPay-তেও শীঘ্রই এই ফিচার চালু হবে বলে NPCI সূত্রে জানা গিয়েছে৷

এই আপডেট কেন গুরুত্বপূর্ণ?

*পরিবারে সকলের আলাদা UPI অ্যাপ থাকলেও একই অ্যাকাউন্ট থেকে খরচ সামলানো যাবে।
* প্রবীণ বা কম টেক-সাভি সদস্যদের জন্য পেমেন্ট হবে ঝামেলাহীন।
*রিয়েল টাইম নোটিফিকেশন ও ট্রান্সপারেন্সির মাধ্যমে নিয়ন্ত্রণ আপনার হাতেই।
*প্রয়োজনে যেকোনও সময় অ্যাক্সেস বন্ধ করার সুযোগও থাকছে।

UPI Circle এখন আর শুধু BHIM-এ আটকে নেই

এই আপডেট শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়—এটি ডিজিটাল পরিবার ব্যবস্থাপনায় এক যুগান্তকারী পদক্ষেপ।

যাঁরা পরিবার বা নির্ভরশীলদের আর্থিক সহায়তা করেন, তাঁদের জন্য এই ফিচার হতে চলেছে দৈনন্দিন জীবনের অমূল্য সঙ্গী।

Business: NPCI’s UPI Circle feature is now expanding beyond BHIM to PhonePe & Google Pay, simplifying family payments. This allows primary users to authorize trusted individuals to make payments from their account within set limits, ensuring secure financial control.