কলকাতা: লোন নিয়ে বিয়ে করবেন ভাবছেন? কী ফল হতে পারে জানেন৷ বিয়ে মানেই দামী গয়না, মেনুতে মাছ-মাংস, মিষ্টির বিপুল আয়োজন৷ মূল্যবৃদ্ধির বাজারে সেই খরচ সামাল দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ৷
ম্যারেজ লোন বা বিয়ের জন্য ঋণ আসলে পার্সোনাল লোনের মতোই ফলে সুদের হারও বেশি থাকে
অর্থাৎ বিয়ের যা খরচ হবে তার থেকে অনেক বেশি টাকা ফেরত দিতে হবে ঋণপ্রদানকারী সংস্থা বা ব্যাঙ্ককে৷
শুধুমাত্র সামাজিকতার কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা বিয়ের খরচ সামাল দেওয়ার জন্য দুটো উপায়ই সবথেকে ভাল৷ এক- কম বয়স থেকে টাকা জমানো শুরু করুন
যাতে বিয়ের সময় টাকার কথা ভাবতে না হয়৷ আর দ্বিতীয় এবং সবথেকে বু্দ্ধিমানের উপায় হল খরচ কমানো টাকা যদি বেশি জমানো না থাকে তাহলে বিয়ের খরচও ক্ষমতা অনুযায়ী কমিয়ে ফেলাই ভাল৷
বাংলায় এই প্রথম শেয়ার মার্কেটে রিস্ক ম্যানজমেন্ট এবং শেয়ার মার্কেট সাইকোলজি শিখতে হলে ফোন করুন ৯০৯৩২১১২১১ এই নম্বরে