বিশ্বের কোন সংস্থা সেরা? ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ারের তালিকা প্রকাশ ফোর্বসের

বিশ্বের কোন সংস্থা সেরা? ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ারের তালিকা প্রকাশ ফোর্বসের

3 stocks recomended

 

ওয়াশিংটন: মার্কেট রিসার্চ সংস্থা ‘স্ট্যাটিস্টা’র সঙ্গে যৌথভাবে বিশ্বের সেরা নিয়োগকারী বা ওয়ার্ল্ড বেস্ট এমপ্লয়ারদের চতুর্থ বার্ষিক তালিকা প্রকাশ করল ফোর্বস৷ ৫৮টি দেশের ১ লক্ষ ৬০ হাজার ফুল টাইম এবং পার্ট টাইম কর্মীদের উপর সমীক্ষা চালানোর পর এই তালিকা তারি করা হয়৷ ভাবমূর্তি, অর্থনৈতিক পদাঙ্ক, প্রতিভা, উন্নয়ন, লিঙ্গ সমতা এবং সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে তাঁদের নিয়োগ কর্তাদের নম্বর দিতে বলা হয় কর্মীদের৷ ফোর্বসের চূড়ান্ত তালিকায় ৪৫টি দেশে থাকা ৭৫০টি বহুজাতিক সংস্থা এবং বৃহৎ কর্পোরেশনের সদর দফতর রয়েছে৷ রইল বিশ্বের সেরা দশটি বেস্ট এমপ্লয়ারের তালিকা-

প্রথম স্থানে রয়েছে স্যামসং ইলেকট্রনিক্স৷ শিল্প- সেমিকনডাক্টর, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি হার্ডওয়্যার এবং ইকুইপমেন্ট৷ দেশ- দক্ষিণ কোরিয়া৷ 

দ্বিতীয় স্থানে রয়েছে অ্যামাজন, শিল্প- খুচরো ও পাইকারি, দেশ- আমেরিকা

তৃতীয় স্থানে রয়েছে আইবিএম৷ শিল্প- আইটি, ইন্টারনেট, সফটওয়্যার এবং সার্ভিসেস৷ দেশ- আমেরিকা

চতুর্থ স্থানে রয়েছে মাইক্রোসফট৷ শিল্প- আইটি, ইন্টারনেট, সফটওয়ার এবং সার্ভিসেস৷ দেশ আমেরিকা

পঞ্চম স্থানে রয়েছে এলজি৷ শিল্প- ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি হার্ডওয়্যার এবং ইকুইপমেন্ট৷ দেশ- দক্ষিণ কোরিয়া৷  

ষষ্ঠ স্থানে রয়েছে সোবাইল তৈরি সংস্থা অ্যাপেল৷ শিল্প-  সেমিকনডাক্টর, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি হার্ডওয়্যার এবং ইকুইপমেন্ট৷ দেশ- আমেরিকা৷ 

সপ্তম স্থানে রয়েছে- অ্যাডোব৷ শিল্প- আইটি, ইন্টারনেট, সফটওয়্যার এবং সার্ভিসেস৷ দেশ- আমেরিকা৷ 

অষ্টম স্থানে রয়েছে- অ্যালফাবেট৷ শিল্প- আইটি, ইন্টারনেট, সফটওয়্যার এবং সার্ভিসেস৷ দেশ- আমেরিকা৷ 

নবম স্থানে রয়েছে সেইমেনস৷ শিল্প- ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং৷ দেশ- জার্মানি৷ 

দশম স্থানে রয়েছে বোশ৷ শিল্প- ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং৷ দেশ- জার্মানি৷ 

আরও পড়ুন- ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, কিন্তু বিপদ এখনও শিয়রে

আরও পড়ুুন- ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, বেশ কিছু ক্ষেত্রে বাড়ছে নিয়োগের সম্ভাবনা

আরও পড়ুন- রান্নার গ্যাসে কারচুপি রুখতে বড় পদক্ষেপ, বাধ্যতামূলক হচ্ছে OTP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =