কেন বিনিয়োগ করবেন গোল্ড মিউচুয়াল ফান্ডে? জেনে নিন কারণ

কেন বিনিয়োগ করবেন গোল্ড মিউচুয়াল ফান্ডে? জেনে নিন কারণ

3 stocks recomended

নয়াদিল্লি: অনেক ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞই দীপাবলির সময় বিনিয়োগকারীদের সোনায় বিনিয়োগ করার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু কেন জানেন কি? শুনলে হয়তো অবাক হবেন, সারা বিশ্বে করোনা প্যান্ডেমিক জাঁকিয়ে বসার পর সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে এই হলুদ ধাতু৷ হ্যাঁ, গত এক বছরে সবচেয়ে বেশি উচ্চ রিটার্ন দিয়েছে সোনা৷ গত এক বছরে গোল্ড মিউচুয়াল বিভাগে রিটার্ন এসেছে ৩০ শতাংশ৷   

আরও পড়ুন- অনলাইন কেনাকাটা করেন? সাবধান! ২ কোটি গ্রাহকের তথ্য চুরির আশঙ্কা

মাস দু’য়েক আগে কিছু কিছু ফান্ড ৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে৷ আক্ষরিক অর্থেই সোনার চমক দেখতে পেয়েছেন বিনিয়োগকারীরা৷ কোভিড ১৯ সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর বিশ্ব অর্থনীতি ভেঙে পড়লেও হলুদ ধাতুর চমক কমেনি৷ সোনাকে সর্বদাই অসময়ের সঙ্গী হিসাবে গণ্য করা হয়৷ অনিশ্চয়তার মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা দেয় এই মূল্যবান ধাতু৷ তবে ভ্যাকসিন নিয়ে ফার্মা সংস্থাগুলি সুসংবাদ দেওয়ার পর থেকেই কিছুটা উদ্যম কমছে৷ তবে ভ্যাকসিন নিয়ে নিশ্চয়তা না আসা পর্যন্ত আগামী কয়েক মাসেও চমক দেবে সোনা৷ এমনটাই মনে করছেন বিশ্বের বিশেষজ্ঞরা৷ তাঁরা জানিয়েছে, ২০০৮ সালে বিশ্বব্যাপী মন্দার পর দীর্ঘ সময় একটা সংকীর্ণ পরিসরে আটকে ছিল সোনা৷ তবে সোনা নিয়ে চটজলদি কোনও সিদ্ধান্ত পৌঁছতে নারাজ বিশেষজ্ঞ মহল৷ তাঁরা বলছেন, বিশ্ব অর্থনীতিতে অনেক অনিশ্চয়তা রয়েছে৷ ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরও সোনার চাহিদা একইভাবে বজায় থাকতে পারে৷ ভ্যাকসিনের কার্যকারিতা নিয় এখনও প্রশ্ন রয়েছে৷ ফলে আরও কিছু দিন ভালো মূল্য দেবে সোনা৷ 

আরও পড়ুন- দেওয়ালির উপহার, আত্মনির্ভর ভারত ৩.০ প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

তবে বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি থাকবেই৷ সেক্ষেত্রে উচ্চ রিটার্ন পকেটে পুরতে কখনই সোনার বিনিয়োগ করা উচিত নয়৷ তবে সবসময় মনে রাখা উচিত বৈচিত্র্যকরণ বা পোর্টফোলিওর সামগ্রিক ঝুঁকি কমাতে আপনার সোনায় বিনিয়োগ করা উচিত৷ অনিশ্চিত সময়ে সবচেয়ে ভালো রিটার্ন দিতে পারে একমাত্র সোনা৷  

আপনি যদি এখনও সোনায় বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে আপনি একটি সুসংগত গোল্ড ফান্ডে তা করতে পারেন৷ এবং একটি এসআইপি শুরু করতে পারেন। আপনার সামগ্রিক বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসাবে এটি রাখুন। এটি কখনই আপনার মোট পোর্টফোলিওর ৫ থেকে ১০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। রিটার্নগুলির উপর থেকে দৃষ্টি সরান৷ বরং এটি আপনার পোর্টফোলিওটিতে যে স্থিতিশীলতা দেয় তার উপর ফোকাস রাখুন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =