নয়াদিল্লি: দিল্লি, আমেদাবাদ ও কলকাতা থেকে এলাহাবাদের মধ্যে নতুন বিমান চলাচলের কথা ঘোষণা করল এয়ার ইন্ডিয়া৷ কুম্ভমেলা উপলক্ষেই এই বিশেষ ঘোষণা বলে শুক্রবার জানানো হয়েছে৷ ১৩ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত চলাচল করবে নতুন বিমান৷ বিবৃতি দিয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি-এলাহাবাদ রুটের মধ্যে বিমানটি চলাচল করবে সপ্তাহে পাঁচদিন- সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার।
View More কুম্ভমেলা যেতে চান? নয়া পরিষেবা এয়ার ইন্ডিয়ারCategory: National
