বাঁশবেড়িয়া: দুই ভাইয়ের মধ্যে অশান্তি লেগেই থাকত হামেশা৷ সেই অশান্তিই চরম আকার নিল শনিবার৷ রাগের মাথায় ধারাল অস্ত্র দিয়ে ভাইকে কুপিয়ে খুন করল দাদা। হুগলি মগড়া থানার বাঁশবেড়িয়া এলাকার ঘটনা। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করা হয়েছে৷
শনিবার সকালে বাঁশবেড়িয়া মিলিটারি রোডে বাড়ির সামনে দুই ভাইয়ের বচসায় জড়ায়। এরই মাঝে হঠাৎ করেই দাদা সিকান্দর ধারালো অস্ত্র বার করে ভাই রাজেন্দ্রকে কোপাতে শুরু করে। তাঁর হাতে গলায় কোপ বসায়৷ গলগল করে রক্ত ঝরতে থাকে। পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা রাজেন্দ্রকে উদ্ধার করে তড়িঘড়ি মগড়া বোরোপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং রাজেন্দ্রকে রাস্তা থেকেই অ্যাম্বুলেন্সে করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষা করেন৷