বহিরাগত যুবক কী ভাবে চার তলায়? সেমিনার হলে উদ্ধার হেডফোনের অংশ ঘিরেও বাড়ছে সন্দেহ

কলকাতা: তরুণী চিকিৎসকের রহস্যমূত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত আরজি কর মেডিক্যাল কলেজ৷ ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে লালবাজার। এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। তাঁকে…

RG Kar Hospital gathering ban

কলকাতা: তরুণী চিকিৎসকের রহস্যমূত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত আরজি কর মেডিক্যাল কলেজ৷ ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু করেছে লালবাজার। এক যুবককে গ্রেফতারও করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রহস্য ভেদের চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ লালবাজার সূত্রে খবর, ওই যুবক হাসপাতালের কর্মী নন। তা সত্বেও কী ভাবে সে হাসপাতালের জরুরি বিভাগের চার তলায় উঠে গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে। পাশাপাশি, চার তলার ওই সেমিনার হল থেকে একটি ছেঁড়া হেডফোনের অংশও উদ্ধার করেছে পুলিশ। যা তরুণী চিকিৎসকের মৃত্যুরহস্যকে আরও জটিল করে তুলেছে৷

 

চার তলার যে সেমিনার হল থেকে জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়েছে, সেই হলঘরে কোনও সিসি ক্যামেরা বসানো ছিল না। চিকিৎসকেরা মাঝেমধ্যে ওই ঘরে বিশ্রাম নিতে আসতেন৷ কখনও কখনও মহিলা চিকিৎসকেরা সেখানে পোশাক পরিবর্তনও করতেন। তাই সেখানে ক্যামেরা লাগানো হয়নি। তবে ওই ঘরের বাইরের অংশের সিসি টিভি ফুটেজ ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে সেমিনার হলে তল্লাশি চালানোর সময় একটি ছেঁড়া হেডফোনের অংশ হাতে এসেছে পুলিশের। ওই ব্লুটুথ হেডফোন কি তরুণী চিকিৎসকের? না হলে সেটি সেখানে এল কী ভাবে? খতিয়ে দেখা হচ্ছে।